রাজাপুরের বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত

ইত্তেহাদ নিউজ,অনলাইন : মোটরসাইকেলে করে ফেরার পথে ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেছে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাসিম উদ্দিন আকন রাজাপুর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের চালক শহিদুল আলম বলেন, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শনে গিয়েছিলেন নাসিম আকন। সেখান থেকে শহিদুলের মোটরসাইকেলে করে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। তাঁকে কর্দমাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় নাসিম আকনকে হাসপাতালে আনা হয়েছিলো। অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি প্রধান সড়কে উঠছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির হামিম পরিবহনের বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়।ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের মৃত্যুর খবরে রাজাপুরে জুড়ে শোক বিরাজ করছে। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।


