আলোচনা ব্যর্থ হলে ‘ওপেন ওয়ার’ শুরু হতে পারে: খাজা আসিফ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার (২৫ অক্টোবর) বলেছেন, তিনি বিশ্বাস করেন যে আফগানিস্তান শান্তি চায়।
কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইস্তাম্বুলে আলোচনা চলাকালীন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার অর্থ হবে ‘ওপেন ওয়ার।’
রয়টার্স জানায়, মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন পরে এই মন্তব্য করলেন আসিফ। প্রথম দফার আলোচনায় যুদ্ধবিরতি হয়েছিল যা কাতারে অনুষ্ঠিত হয়।
এদিকে, শনিবার ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে পাকিস্তান-আফগানিস্তান। যা শনিবার শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে খারাপ সীমান্ত যুদ্ধের পর সহিংসতার পুনরাবৃত্তি রোধে পাকিস্তান ও আফগানিস্তানের সর্বশেষ প্রচেষ্টা এটি।
দোহার যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদীভাবে কার্যকর করার একটি ব্যবস্থা তৈরি করার জন্য এই দ্বিতীয় বৈঠক।
খাজা মুহাম্মদ আসিফ বলেন, চুক্তি স্বাক্ষরের পর থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে কোনো ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।
পাকিস্তানের টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘আমাদের কাছে বিকল্প আছে, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তাদের সাথে আমাদের ‘ওপেন ওয়ার’ শুরু হবে। কিন্তু আমি দেখেছি যে তারা শান্তি চায়।’
রয়টার্স জানায়, এর আগে পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং উভয় পক্ষই প্রচণ্ড গুলি বিনিময় করে, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়।
ইসলামাবাদ কাবুলকে পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে সশস্ত্র গোষ্ঠীদের আশ্রয় দেয়ার অভিযোগ করে। তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বলে যে পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করে।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) জানায়, শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান।
ইস্তাম্বুলের এই দ্বিতীয় ধাপের আলোচনা হল প্রথম দফার আলোচনার ধারাবাহিকতা। প্রথম দফার আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



