ইত্তেহাদ নিউজ,অনলাইন : গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তির পরও জনপ্রিয়তা কমছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, নেতানিয়াহুকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চায় না অধিকাংশ ইসরায়েলি।
ইসরায়েলের নাগরিকরা প্রধানমন্ত্রী পদে নতুন নেতৃত্ব দেখতে চায়। সেক্ষেত্রে জরিপে এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরী ফিলিস্তিনের গাজা উপত্যকা। এই যুদ্ধ নেতিবাচক প্রভাব ফেলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারেও।
শীর্ষ হামাস নেতাদের হত্যর পর এক জরিপে দেখা গিয়েছিল ইসরায়েলে জনপ্রিয়তা বেড়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির। তবে জিম্মিদের মুক্তি ইস্যুতে কালবিলম্ব হওয়ায় ভাটা পড়েছে সেই জনপ্রিয়তায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের সম্প্রতি এক জরিপে দেখা গেছে, নেতানিয়াহুকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চান না অধিকাংশ ইসরায়েলি। প্রধানমন্ত্রী পদে নতুন নেতৃত্ব দেখতে চান তারা।
জরিপে ৫২ শতাংশ ইসরায়েলি মনে করেন যে, নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বীতা করা উচিত নয়। এক্ষেত্রে তার পক্ষে রয়েছে ৪১ ভাগ সমর্থন। সেক্ষেত্রে জরিপে এগিয়ে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
নেতানিয়াহু না হলে লিকুদ পার্টির পরবর্তী নেতৃত্ব কার হাতে যাওয়া উচিত, জরিপে এমন প্রশ্ন করা হয়। এতে ৪৮ ভাগ ইসরায়েলি মনে করছেন, কোনও বিকল্পই পাবে না লিকুদ পার্টি। তবে ১০ শতাংশ মনে করেন লিকুদ পার্টির পরবর্তী নেতা হতে পারেন সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন।
নেতানিয়াহু এবং তার সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়লেও, এই মুহূর্তে কোনো দলেরই এককভাবে সরকার গঠনের মতো জনপ্রিয়তা নেই।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসনসংখ্যা ১২০টি। তাই কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে অন্তত ৬১টি আসনে জয় পেতে হবে সেই দল বা জোটকে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত