পাকিস্তানকে ৩ দাবি জানাল আফগানিস্তান

ইত্তেহাদ নিউজ,অনলাইন : তুরস্কে আফগানিস্তানের তালেবান সরকার ও পাকিস্তানের প্রতিনিধিদলের মধ্যে চলমান আলোচনার দ্বিতীয় দিনে উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। স্থানীয় সংবাদ মাধ্যম টোলোনিউজকে এসব তথ্য জানিয়েছেন বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্র।
সূত্র জানায়, টানা ১৫ ঘণ্টার আলোচনার পর গতকাল ইসলামি আমিরাতের প্রতিনিধি দল পাকিস্তানি আলোচকদের কাছে একটি খসড়া প্রস্তাব পেশ করে।
খসড়া প্রস্তাবে আফগানিস্তানের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি জানানো হয়—
১. পাকিস্তান যেন আফগানিস্তানের আকাশসীমা ও স্থলসীমা লঙ্ঘন না করে।
২. পাকিস্তান যেন আফগানবিরোধী কোনো গোষ্ঠীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেয়।
৩. সীমান্ত উত্তেজনা প্রশমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ওয়াহিদ ফাকিরি বলেন, ‘যদি তুরস্কে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনায় একটি সামগ্রিক চুক্তি হয় এবং দুই দেশ দুরান্দ রেখা বরাবর উত্তেজনা প্রশমনে ও পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়, তাহলে আমার মতে এই চুক্তি অন্তত কয়েক মাস টিকে থাকতে পারে।’
সূত্র আরও জানায়, ইসলামি আমিরাতের খসড়া প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাকিস্তানকে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে পাকিস্তানও তাদের পক্ষ থেকে দ্বিতীয় একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রস্তাব মূলত আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী অনুপ্রবেশ ও পরিকল্পিত হামলা মোকাবিলা সংক্রান্ত বিষয়গুলোকেই কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক আসাদ আতাল বলেন, ‘পাকিস্তানের অভিযোগ ও দাবি ভিত্তিহীন। আফগানিস্তান কারও জন্য হুমকি নয়, এবং কোনো দেশের প্রতি তাদের শত্রুতামূলক মনোভাবও নেই।’
সূত্র জানায়, সংঘর্ষবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণে চারপক্ষীয় একটি চ্যানেল গঠনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এই চ্যানেলটি উভয় পক্ষের অভিযোগ মূল্যায়ন করবে এবং তথ্য বিনিময়ের ব্যবস্থা করবে।
আফগানিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুহাম্মদ বিলাল ওমর বলেন, ‘বিরোধ মেটাতে ও চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে উভয় দেশের আচরণ ও পদক্ষেপ পর্যবেক্ষণের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে।’
তিন দিনব্যাপী এই আলোচনা দোহায় সংঘর্ষবিরতি চুক্তির পর শুরু হওয়া আফগানিস্তান-পাকিস্তান সংলাপের ধারাবাহিকতা।
আফগানিস্তানের প্রতিনিধি দলে রাজনৈতিক ও নিরাপত্তা খাতের ব্যক্তিরা রয়েছেন, আর পাকিস্তানের প্রতিনিধিদল গঠিত হয়েছে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নিয়ে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।


