বাংলাদেশ বরিশাল

ঝালকাঠিতে কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’ র ঘনিষ্ঠ ঠিকাদার

untitled 1761637515
print news

বরিশাল অফিস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ফয়রা বোনমাইল খালের ওপর নির্মাণাধীন প্রায় ৪ কোটি টাকার সেতু প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কাজ শুরু হওয়ার তিন বছর পার হলেও সরকারি প্রকল্পটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে ওই এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত জীবনঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত সাঁকো ব্যবহার করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

জানাগেছে, ঝালকাঠির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে একচেটিয়া করে আসছেন আমির হোসেন আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার মনিরুল ইসলাম (মনির হুজুর)। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তার অধীনে থাকা সকল কাজ, ফয়রা বোনমাইল খালের সেতু প্রকল্পসহ তখন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রকল্প সংশ্লিষ্ট কতৃপক্ষও কোনো দায়িত্ব নিচ্ছেন না।

নলছিটি উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ জুলাই ৩ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৩০৯ টাকা ব্যয়ে ফয়রা বোনমাইল খালের ওপর গার্ডার ব্রিজ নির্মাণের টেন্ডার হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ২২ মে। কিন্তু সিডিউল অনুযায়ী নির্ধারিত সময় অতিক্রমের পরও কাজ ধীরগতিতে এগোতে থাকে, যা মোট ১০-১৫ শতাংশের মতো শেষ হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপারের কারণে শিক্ষার্থী, সাধারণ মানুষ, রোগী পরিবহন ও বাজারে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঠিকাদার পলাতক থাকায় দায়িত্বে থাকা ম্যানেজার আলমগীর হোসেন বলেন, “আমি ওখানের কাজ দেখাশোনা করি না। সোহেল নামে একজন দেখাশোনা করতো, সেও পলাতক।

এ বিষয়ে  এলজিইডি প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ জানান, “আমরা অফিসিয়ালি ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সকে একাধিকবার চিঠি দিয়েও উল্লেখযোগ্য কোনো সুরাহা পাইনি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.