ইত্তেহাদ নিউজ,অনলাইন : শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।প্রায় ২০ মিনিট তারা সড়কে অবস্থান নিয়ে রাস্তার ওপর আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়। বর্তমানে টুঙ্গিপাড়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ছাড়াও ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় দোলা পেট্রোল পাম্পের সামনে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা মহাসড়কে কাঠ–পাটখড়ি ফেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে, শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক–মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।রায় ঘোষণার পর জেলা শহরে নিস্তব্ধতা দেখা যায়। রায় বিষয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত