ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আজ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ন্যায়বিচারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ রায় শত শত শহীদের আত্মদানের মধ্য দিয়ে ন্যায়বিচারের যে দাবি উঠেছিল তা পূরণে সহায়ক হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ শিশু, তরুণ ও বৃদ্ধদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে আসছে। এ পর্যন্ত সেই হত্যাকাণ্ডের জন্য কোনো দায় স্বীকার করেনি। বাংলাদেশে গুম, খুন, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার, গণহত্যাসহ এমন কোনো অপরাধ নেই যা শেখ হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী সরকার ঘটায়নি। প্রত্যেকটি ঘটনার তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় এনে বাংলাদেশের মানুষের প্রাপ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা দেশের আইন-আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা আশা করি আদালত নির্মোহভাবে এই বিচার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ কায়েম করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে মানুষের ওপর ঘটানো যাবতীয় অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও জুলাই-আগস্টের গণহত্যার জন্য দায়ীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। যাতে আগামীতে জনগণের ওপর হত্যাযজ্ঞ, দমন-পীড়ন ও কর্তৃত্ববাদী শাসন প্রয়োগের ক্ষেত্রে এটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত