ভারতীয় মিডিয়ায় গুরুত্বের শীর্ষে হাসিনার রায়

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করবে।
শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
ভারতীয় গণমাধ্যমে এই রায় নিয়ে উৎকণ্ঠা ও সম্ভাব্য মৃত্যুদণ্ডের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এনডিটিভির শীর্ষ পাঁচটি খবরের চারটিই এই রায়কে কেন্দ্র করে। দ্য হিন্দু ক্ষণে ক্ষণে সরাসরি আপডেট দিচ্ছে। হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের মতো গণমাধ্যমগুলোও তাদের শীর্ষ সংবাদ হিসেবে এই খবরকে স্থান দিয়েছে।
রায় ঘোষণার আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রায় যাই হোক না কেন, তার মাকে ভারত নিরাপদে রাখবে। ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমই তার এই বক্তব্য গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



