ভোলায় ১২টি মহিষ লুট :খামারে হামলা,ব্যবস্থাপককে মারধর

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গাজীপুর মাঝের চর এলাকায় একটি খামারে হামলা চালিয়ে ১২টি মহিষ লুট করেছে অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা। এসময় বাধা দিতে গেলে খামারের ব্যবস্থাপক মো. মনির মারধরের শিকার হন। খামারি মো. ফারুক (৪৫) ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর রাত প্রায় ১১টার দিকে মো. রফিক, মো. মঞ্জুর আলম, নিজাম, মাইন উদ্দিন, মো. আবুল কালাম, মো. সবুজসহ আরও পাঁচ-ছয়জন অস্ত্রধারী খামারে ঢুকে ১২টি মহিষ লুট করতে চেষ্টা করেন। খামারের তত্ত্বাবধায়ক মো. মনির বাধা দিলে তারা কিল, ঘুষি ও লাথি মেরে তাকে জখম করেন।
মনিরের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যান এবং ১০টি দুই বছর বয়সী বাছুর ও দুটি বড় মহিষসহ মোট ১২টি মহিষ নিয়ে চলে যান। খামারের মালিকের মতে, মহিষগুলোর আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা।
মো. ফারুক বলেন, ‘হামলাকারীরা এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও ডাকাত। দীর্ঘদিন ধরে তারা অস্ত্র দেখিয়ে মানুষের খামার ও গবাদিপশু লুট করে আসছেন। আমার খামারের ১২টি মহিষ জোর করে নিয়ে গেছেন।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম বলেন, তিনি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



