মনপুরায় আগুনে পুড়েছে ৭ দোকান

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভোলার মনপুরায় অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।শুক্রবার বেলা ৩টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, শুক্রবার বেলা ৩টায় কৃষ্ণার স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রমেসের কাঠের দোকান, তরুণ চন্দ্র দাসের স্বর্ণের দোকান, তরিকুলের কম্পিউটারের দোকান, রিপন সর্দার গার্মেন্টসের দোকান, নাসিমের কাঠের দোকান, সুদাংসুর চালের আড়ত ও উদ্দব চন্দ্র দাসের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়।
এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আনুমানিক দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।


