হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা আটক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সেই সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ডিবি পুলিশ তাকে নিজ বাসা থেকে আটক করে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এরআগে শনিবার উক্ত ঘটনায় তাকে দল থেকে শোকজ নোটিশ দেওয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় হাজির হয়ে থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসান বলেন ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’—। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহদীর ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



