বরিশালে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা পড়ল স্বামী

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজধানী ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বামী। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে প্রেমিকার সাথে ঘুরে বেড়াচ্ছিলেন। অতঃপর শেষ রক্ষা হলো না, ধরা পরলেন স্ত্রী ও বৃদ্ধা মায়ের হাতে।
তবে স্বামীকে আটকাতে পারেননি এক সন্তানের জননী গৃহবধূ। উল্টো জনসম্মুখে স্বামীর হাতে তিনি মারধরের শিকার হয়েছেন। ক্ষোভ ও দুঃখে মাটিতে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পরেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বরিশালের মুলাদী উপজেলা সদরের বাসিন্দা সেকান্দার মল্লিকের মেয়ে আঁখি বেগম অভিযোগ করে বলেন-জনসম্মুখে তাকে মারধরের সময় পথচারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি। তিনি পথচারীদের সহযোগিতা চাইলেও কেউ এগিয়ে আসেননি।
অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা। তিনি প্রায় সাত বছর আগে সামাজিকভাবে আঁখি বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
রবিউলের মা জানিয়েছেন-পূর্বে রবিউলের সাথে আরেক মেয়ের পরিচয় ছিল। সেই মেয়ে রবিউলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিল। মামলা চালাতে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে রবিউল সেই মেয়ের সাথেই পরকীয়ায় জড়িয়েছে। তিনি আরও বলেন-রবিবার বরিশাল শহরে এসে তাদের দুইজনকে একসাথে হাতেনাতে ধরা হয়েছে।
রবিউলের স্ত্রী আঁখি বেগম বলেন, তার স্বামী বর্তমানে বেকার। গত শনিবার সকালে বাসা থেকে বের হয় এবং এরপর আর খোঁজ নেয়নি। সন্ধ্যায় ফোন করে বলে তিনি ঢাকা যাবেন। আঁখি বলেন, সন্দেহের কারণে রবিবার দুপুরে স্বামীকে খুঁজতে শাশুড়িকে নিয়ে বরিশাল শহরের সদর রোডে আসি। পরে ফজলুল হক এভিনিউ সড়কে স্বামী রবিউল ও তার প্রেমিকাকে একসাথে দেখে ধরে ফেলি। এসময় তার স্বামী রবিউল জনসম্মুখে তাকে মারধর করে তার প্রেমিকাকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (আঁখি) উল্লেখ করেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



