বরিশালে সমাজসেবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত আকতারুজ্জামান ও সাজ্জাদ পারভেজ

বরিশাল অফিস :
জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রশাসনিক সূত্র জানায়, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে প্রতি বছর সমাজসেবা অধিদপ্তর বিভাগ-জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও কর্মক্ষেত্রে স্বচ্ছতা অনুযায়ী মূল্যায়ন করে থাকেন। এবারও বরিশালের কর্মকর্তাদের অসাধারণ সৎ ও স্বচ্ছ কাজের স্বীকৃতিস্বরূপ তাদের শুদ্ধাচার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপ-পরিচালক আখতারুজ্জামান এবং সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ আগেও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন। সাজ্জাদ পারভেজ ২০১৭ সালে জেলা প্রশাসক পদক পেয়েছেন এবং তিনবার বরিশালে শ্রেষ্ঠ প্রবেশন অফিসার নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি “৮৪ ইভেন্ট” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সামাজিক কাজে অবদান রাখছেন; গত দুই বছরে দরিদ্র ও নিম্নবিত্তদের জন্য ২৬ লাখ টাকা বিতরণ করেছেন।
অফিস সূত্রে জানা গেছে, দু’জন কর্মকর্তা ভবিষ্যতেও সমাজসেবার ধারাবাহিকতা বজায় রেখে কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবেন।



