১১ দলীয় জোট থেকে বের হলো ইসলামী আন্দোলন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআব) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী জোটে’ আর থাকছে না। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, তারা জোট থেকে বের হয়ে এককভাবে ২৬৮ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে।
গাজী আতাউর রহমান বলেন, “ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে আমরা তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকছি না। ওই ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে প্রার্থিতা দেবে, আর বাকি ৩২ আসনে আদর্শিক বিবেচনায় প্রয়োজন অনুযায়ী কোনো না কোনো প্রার্থীকে সমর্থন জানাবে।”
তিনি আরও উল্লেখ করেন, “জামায়াত শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবে কিনা এমন প্রশ্নে দলের আমির জানিয়েছেন, ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবেন। কিন্তু দেশের বর্তমান দুর্দশার মূল কারণ হলো বিদ্যমান আইন। আমাদের রাজনীতির লক্ষ্যই হলো সেই আইন পরিবর্তন করা। মূল নীতিতে ভিন্নমত থাকলে সমঝোতা সম্ভব নয়।”
মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, “জামায়াতের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে জাতীয় সরকার গঠনের পরিকল্পনার কথাও বলা হয়েছে। এই ধরনের পদক্ষেপ আমাদের মধ্যে সংশয় এবং পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি করেছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী জোটে থাকছে না।”
তিনি আরও জানান, “আমরা ইসলামের নীতির ভিত্তিতে একটি সমঝোতার নীতি নিয়ে এগিয়েছিলাম। কিন্তু জামায়াতের প্রাধান্যে যে সমঝোতা গড়ে উঠেছে, তা আর ইসলামের পক্ষের সমঝোতা হিসেবে বিবেচিত হতে পারে না। রাজনৈতিক লক্ষ্যও স্পষ্ট নয়।”
জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল একত্র হয়ে একটি নির্বাচনী জোট গঠন করে। যদিও প্রথমে জোটের মধ্যে সমঝোতার ভিত্তিতে আসন বণ্টন করা হয়েছিল, তফসিল ঘোষণার আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দেওয়ায় ইসলামী আন্দোলনের দাবিকৃত আসনের সংখ্যা কমে যায়। এর ফলে তারা জোটের মধ্যে কম গুরুত্ব পাওয়ার অভিযোগ তোলে।
গত ১৫ জানুয়ারি ‘১১ দলীয় নির্বাচনী জোট’ সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থিতা ঘোষণা করে এবং বাকি ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য সংরক্ষণ করে। তবে ওই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
গাজী আতাউর রহমান শেষ পর্যন্ত বলেন, “ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। আমাদের রাজনীতিকে আমরা পবিত্র ইবাদত মনে করি। তাই হতাশার কোনো কারণ নেই।”
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।


