বাংলাদেশ রাজশাহী

বগুড়ায় ৮৭ টাকার স্যালাইন ৫১০ টাকা!

image 733230 1698338156
print news

বগুড়া প্রতিনিধি :বগুড়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অসাধু ওষুধ ব্যবসায়ীরা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে ভোক্তাদের সর্বস্বান্ত করছেন। তারা শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ওষুধের দোকানে এইচএস হার্ডম্যানসহ ইঞ্জেক্টেবল অন্যান্য স্যালাইন মোড়কের চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রি করছেন। ৮৭ টাকার স্যালাইন বিক্রি হয়েছে ৫১০ টাকায়।এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শহরতলির ছিলিমপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিমের এক সদস্য জানান, শামসুর রহমান নামে এক ব্যক্তির আত্মীয় দুর্ঘটনায় গুরুতর আহত হন। রোগীর জন্য জরুরি ভিত্তিতে ইঞ্জেক্টেবল স্যালাইন প্রয়োজন হয়। তিনি বগুড়া শজিমেক হাসপাতালের সামনে তাওফিক মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল নামে দোকানে যান। সেখানে ৮৭ টাকার স্যালাইনের মূল্য ৫১০ টাকা আদায় করা হয়। সেই সময় দোকানের পাশে ২-৩ জন দালাল ছিল।প্রতারণার শিকার ওই ব্যক্তি ভোক্তা অধিকারকে অভিযোগ দেন। ওই দোকানে অভিযান চালালে ব্যবসায়ী দোকান খোলা রেখে পালিয়ে যান। পরে অভিযানে নেতৃত্ব দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ওষুধের দোকানটি সিলগালা করে দেন।এছাড়া মজনু ফার্মেসি নামে ওষুধের দোকানে নির্ধারিত মূল্য পরিবর্তন করে অধিক মূল্য নেওয়ার অপরাধে মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশের একটি বিশেষ দল সহযোগিতা করে। সাধারণ ওষুধ ব্যবসায়ীরা অভিযোগ করেন, সক্রিয় দালাল চক্র তাদের স্যালাইন বা নির্দিষ্ট কিছু ওষুধ রাখতে বাধা দেয়। এসব নির্দিষ্ট কিছু দোকানে রেখে দালালদের মাধ্যমে বিপদাপন্ন মানুষকে ইচ্ছামতো দামে কিনতে বাধ্য করে। তারা এসব দালালনির্ভর ওষুধের দোকানে মাঝে মাঝে ভোক্তা অধিকারের অভিযান চালাতে অনুরোধ জানিয়েছেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *