বলেনি কেউ : রোকেয়া মুন্নি


হৃদয়ে আঁকা মানুষটির
অমিয় বাণী ধারণ করে ভালোবাসার অমর মৰ্মব্যাথার পদচারনা উপলব্ধি করেছি।
একাকিত্বের চরম মুহুর্তে উষ্ণ পরশ নয়,
বিশুদ্ধ ভালোবাসা পেতে কখনও চঞ্চল হয়েছে প্ৰাণ।
তথাকথিত নোংড়ামী পছন্দ নয় বোলেই
বুঝেছি বেঁচে থাকাৱ জন্যে পরিচ্ছন্ন ভালোবাসায়
কারো কাছে নিজেকে অবুঝ করে রাখার
অভাবনীয় তৃপ্তি কতোটা গুরুত্বপূর্ণ।
প্রিয় মানুষটাকে জয় কৱে
তার হাতখানা শক্ত করে ধরে
আজন্ম পাশে থাকার শপথ কামনা,
সেতো একটি চমৎকার কবিতা ইতিহাসে সাক্ষী থাকবে বোলে।
তবুও পৃথিবীৱ এপ্ৰান্ত থেকে ও প্ৰান্ত পৰ্যন্ত
সেই কাঙ্ক্ষিত প্রকৃতর স্থানকাল ভেদে
মাথা ঝাকানো প্রতিজ্ঞা সৌজন্য দেখে
জাগরণে নিশীথে আড়মোড়া ভেঙে দেখি
অভিনয় সবারই প্রয়োজনের।
চোখের চাহনীতেও কেবল সীমানা
স্বার্থের ভনিতা আর প্রতিষ্ঠিতদের দেহের ভাঁজে সেসব অগোচরের প্রতিপত্তি ও শীর্ষে যাবার নেশা।
তাইতো হৃদয়ের শক্তি সাহস নিংড়ে কারো বুকে মাথা গুজে পরম সুখের অশ্রুদিয়ে প্রাণভরে কাউকে স্বস্তির আলিঙ্গন করা হয়ে ওঠেনি।
আমার ছেলেমানুষি মান-অভিমান শত আপৱাধ থাকা সত্ত্বেও চমকে দিয়ে মনকাড়া মিষ্টি কথাটা কাউকে বলতেই শুনিনি যে,
‘পাগলামী কৱে না সোনা ! ‘
‘তুমি আমার শুধুই আমার’ এই অমৃত বাক্যটি পৃথিবী তোলপাড় করে ভালোবাসাৱ কারুণিকে চিবুক উঁচুিয়ে একটিবারের জন্যও আজও বলেনি কেউ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।