মাসেযুস এর উদ্যোগে ৩ জন অসহায়কে চিকিৎসা সহায়তা


ঝালকাঠী প্রতিনিধি : চার বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন নলছিটি নূরানি মাদ্রাসার শিক্ষক ও হাসপাতাল মসজিদ এর মুয়াজ্জিন মতিন লস্কর। নলছিটির সকলের কাছে খুব পরিচিত মুখ।ভৈরব পাশা ইউনিয়নের মাসেযুস পরিবারের এডমিন মোঃ মারজান খানের নেতৃত্বে তাকে নগদ ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়।বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন অসহায় মা দীর্ঘদিন ছিলেন। এখন বর্তমানে তার বাবার বাড়ি সুবিদখালি মির্জাগঞ্জ আছেন।তার একটি পা পচে গেছে । অপারেশন করে কেটে ফেলা হয়েছে। তার কোন সন্তান বা নিজের কোন ছেলে -মেয়ে নেই। তার ভাইয়ের মেয়ে আপাতত তাকে দেখাশুনা করে।মাসেযুস পরিবারের এডমিন আজমির সাকিবের নেতৃত্বে অসহায়ের মায়ের জন্য নগদ ৫ হাজার টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়। তিনি একজন প্রকৃত অসহায় মা।ক্যান্সার আক্রান্ত নির্মল হাওলাদার ( খুদিরাম বাবু) রানাপাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়কছিলেন। ডায়াবেটিস নিউরোপ্যাথি এবং ডায়াবেটিস ফুট আলসার রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসায় জন্য বারডেম জেনারেল হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার একটি পায়ের তলা ও আঙ্গুল ড্যামেজ হয়ে গেছে যা অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হচ্ছে। তার এই ব্যায়বহুল চিকিৎসা খরচ চালানো ওই পরিবারের পক্ষে সম্ভব না। তাই এই অসহায় নির্মল বাবুর পাশে রানাপাশা ইউনিয়ন মাসেযুস পরিবারের এডমিন সিয়াম সাগর এর নেতৃত্বে নগদ ৫ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে।মানবতার সেবায় যুবসমাজ ( মাসেযুস) পরিবার দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য এবং সদস্য দাতাদের সহযোগিতা নিয়ে ৩ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয় সরাসরি (ঢাকাস্থ + প্রবাসী মাসেযুস বরিশাল) গ্রুপের মাধ্যমে কার্যক্রম পরিচালিত করা হয়েছে।মানবতার সেবায় যুবসমাজ ( মাসেযুস) সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান স্বাধীন এই বিষয়ে জানান, মাসেযুস পরিবার একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।যেখানে যুবক শক্তি, অন্যায়ের বিরুদ্ধে এবং সমাজের কল্যানে কাজ করবে। প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান স্বাধীন আরো বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য যেখানেই অসহায়ত্ব সেখানেই মাসেযুস পরিবার কে নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।বর্তমানে মাসেযুস পরিবার ঢাকাস্থ বরিশাল গ্রুপের বাইরেও বরিশাল বিভাগ এবং থানা এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম চলমান আছে যার মাধ্যমে সরাসরি অসহায় মানুষের অসহায়ত্ব ফুটে ওঠে এবং সকলের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে আসছি সকলের নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে।
এই মানবিক কাজে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকবে। কেউ সরাসরি এবং আপনার সহযোগিতা সংগঠনের প্রতিনিধির মাধ্যমে দিতে পারবেন, আপনার নামে পেঁৗঁছে দেওয়া হবে অথবা সরাসরি রোগীর সাথে কথা বলতে
রোগীর নামঃ মতিন লস্কর
নাম্বার ০১৭৭৭৯৮৭৫৯৫
রোগীর নামঃ নাই ( পাখি বেগম ভাইয়ের মেয়ে)
০১৭৫৬১৮৮৪৫৮
রোগীর নামঃ নির্মল হাওলাদার
ছেলে নাম্বার ০১৭২৮১১৫১২৯
প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান স্বাধীন সকল দাতা সদস্য এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের জন্য অসহায় মা এবং ক্যান্সার আক্রান্ত দুই অসহায় ভাইদের কাছে সংগঠনের সকলের জন্য দোয়া চেয়েছেন। সংগঠন মানুষের কল্যানে হবে তবেই অসহায় মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব। মাসেযুস পরিবার এর উদ্দেশ্য যেখানেই অসহায়ত্ব সেখানেই মানবতা থাকবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তবেই অসহায় দুস্থ মানুষের অসহায়ত্ব দূর করা সম্ভব। সকলকে যেকোনো উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news