রাজনীতি

অবরোধের সমর্থনে ঝালকাঠি জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

IMG 20231122 WA0008
print news

ঝালকাঠি প্রতিনিধি : গনবিরোধী নির্বাচনী তফসিল বাতিল , সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী বিএনপি এবং সমমনা দলের ৭ম দাপের ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে প্রথম দিন ২২ নভেম্বর বুধবার সকালে ঝালকাঠি জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ঝালকাঠি -বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন এবং গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। অপরদিকে জেলা যুবদল ঝালকাঠী – পিরোজপুর আঞ্চলিক সড়কে বাসন্ডা ব্রীজ এলাকায় মিছিল ও পিকেটিং করেছে। অবরোধে অংশগ্রহনকারী নেতাকর্মীরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধিনে দেয়ার দাবী জানিয়ে এবং নেতাকর্মীদের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল উত্তর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী প্রমুখ। জেলা বিএনপির সদস্য সচিব বলেন বর্তমান সরকার গণদাবী কে উপেক্ষা করে ফ্যাসিবাদী শাসনের স্টিমরোলার চালিয়ে বিরোধী দল মতকে দমন-পীড়নের মাধ্যমে ২০১৪ এবং ২০১৮ সালের মত একটি একতরফা এবং রাতের আঁধারে নির্বাচন করতে চাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন বাঁধা গ্রস্ত করাতে নেতাকর্মীদের পৈচাশিক ভাবে নির্যাতন, গুম – খুন করা হচ্ছে। শান্তিপুর্ণ আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণকারীদের বাড়ী ঘরে হামলা ও লুটপাট চালানো হচ্ছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে স্বৈরতন্ত্রের অবস্থান পাকা পোক্ত করার জন্য এমন ন্যাক্কার জনক অমানবিক কর্মকান্ড করা হচ্ছে। সরকারের আজ্ঞাবাহ পুলিশ বাহিনী নিরীহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে গ্রাম পর্যায়ে সাড়াশি অভিযান চালাচ্ছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শান্তি পূর্ন আন্দোলন কর্মসুচী পালন করছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম চলবে।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *