ঢাকা বাংলাদেশ

নিক্সনের আসনে কাজী জাফরউল্লাহ, খন্দকার মোশাররফের আসনে শামীম

2 20231126223213
print news

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে পুরোনোরাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বাকি একটিতে নতুন মুখ এসেছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নামগুলো ঘোষণা করেন।ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) বর্তমান সংসদ সদস্য মনজুর হোসেনকে সরিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুবারের সংসদ সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে (নগরকান্দা, সালথা) বর্তমান সংসদ সদস্য ও সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সরিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ। এদের মধ্যে ৪ আসনে বর্তামান সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী।এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব বলেন, ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চেয়ে ৪২ নেতা ফরম জমা দিয়েছিলেন। এদের মধ্যে ফরিদপুরের চারটি আসনে আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও একজন বর্তমান সংসদ সদস্যকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার মনোনয়ন পাওয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সুসংগঠিত। ত্যাগী ও জনপ্রিয় নেতাদের নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সুসংগঠিত। আশা করি চারটি আসনেই নৌকার প্রার্থীরা জনগণের বিপুল ভোটে জয়লাভ করবেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *