টাঙ্গাইল-৮ আসনে কাদের সিদ্দিকীর সঙ্গে লড়বেন অনুপম জয়


টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) নির্বাচনী আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের সঙ্গে লড়বেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাজাহান জয়। কাদের সিদ্দিকী এ আসনে তার দলের গামছা প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।অনুপম শাজাহান জয়কে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য এবং সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অনুপম শাহজাহান ৪ বারের সাবেক সংসদ সদস্য শওকত শাহজাহানের ছেলে। সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার কামাল লেবু তার চাচা। এ আসনের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামসহ পাঁচজন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন পাওয়ার পর অনুপম শাজাহান এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সখীপুর-বাসাইলের জনগণের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news