বিনোদন

মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’!

236 1700989167
print news

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  আগের মতো নিয়মিত না হলেও মাঝেমধ্যে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিন দশকের অভিনয় জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন তিনি। সিনেমার বাইরে মাঝেমধ্যে নাটকেও দেখা যায় তাঁকে। তবে ওয়েব সিরিজে দেখা যায়নি এখন পর্যন্ত। এবার সেখানেও অভিনয় করলেন তিনি।সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে যাওয়ার পর জানা গেল, একটি ওয়েব সিরিজে অভিনয়ের খবর। মৌসুমী সেখানে যাওয়ার আগে থেকেই দেশটিতে অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সেখানে মৌসুমীকে পেয়েই নির্মাণ করে ফেললেন ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামে নতুন ওয়েব সিরিজ, যার কেন্দ্রীয় চরিত্রে মৌসুমী অভিনয় করেছেন। এতে মৌসুমীর বিপরীতে হাসান জাহাঙ্গীর নিজেই অভিনয় করেছেন।সিরিজটি নিয়ে মৌসুমী বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর হাসান জাহাঙ্গীরের সঙ্গে দেখা। এরপর সে গল্প শুনিয়ে কাজটি করতে বলে। দেখলাম, গল্পটি সুন্দর। বিদেশে প্রবাসীদের অনেক বাস্তব চিত্র উঠে আসবে এতে। রহস্য ও সাসপেন্সও রয়েছে। তাই করে ফেললাম।এসএএস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ ও মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, ওয়েব সিরিজে সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তাঁর চরিত্রকে ঘিরেই রহস্যে ঘেরা পুরো ওয়েব সিরিজ।যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্য অনেকেই দুই বছরের কন্ট্যাক্ট বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাস্তব পরিস্থিতির দৃশ্যপট। শিগগিরই সিরিজটি কোনো একটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *