নির্বাচনী প্রচারে নৌকার সমর্থকরা বাধা দেওয়ার অভিযোগ হিরো আলমের


বগুড়া প্রতিনিধি : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে এ ঘটনা ঘটেছে।হিরো আলম বলেন, আমরা মুরাদপুর বাজারে গণসংযোগ করতে গেলে নৌকার সমর্থকরা বাধা দেয়।তারা বলেন- এই বাজারে নৌকার প্রচার ছাড়া কোনো প্রার্থীকে গণসংযোগ করতে দেওয়া হবে না। এ কথা বলেই ধাক্কা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, আমার জানা মতে ওই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত না। তারা এমপি প্রার্থী তানসেনের লোক হতে পারে।অভিযোগ বিষয়ে জানার জন্য বগুড়া-৪ আসনের নৌকার প্রার্থী একেএম রেজাউল করিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়াছিলাম। তার অভিযোগ সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news