সংবাদ মধ্যপ্রাচ্য

কুয়েতে পার্টটাইম কাজের অনুমতি পাচ্ছে বেসরকারি খাতের কর্মীরা

FB IMG 1694542591624
print news

জাহিদ হোসেন জনি,কুয়েত প্রতিনিধি :কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের জন্য পার্টটাইম কাজের অনুমোদন দিতে যাচ্ছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা কার্যকর হবে আগামী বছরের জানুয়ারী থেকে।কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে তৃতীয় পক্ষের সাথে খণ্ডকালীন চাকরির অনুমতি দিয়ে এই সিদ্ধান্ত জারি করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা সর্বোচ্চ ৪ ঘন্টা কাজ করতে পারবেন। যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি পায়। তবে এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মধ্যে বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবেলা করতে এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণ করতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ।তবে এই সুবিধা ঠিক কারা পাবে সেটা উল্লেখ করে নাই কর্তৃপক্ষ। কুয়েত প্রবাসী বাংলাদেশীরা মনে করছেন তারাও এটার অন্তর্ভুক্ত হবেন। এতে করে বাংলাদেশী প্রবাসীদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বাড়বে রেমিট্যান্স।

উল্লেখ্য, কুয়েতে পার্টটাইম কাজ শ্রম আইনের লঙ্ঘন। করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতিনিয়ত আটক হচ্ছে প্রবাসীরা। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একদিন আগেও গ্রেফতার হয়েছে ৫৭৫ জন প্রবাসী।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচারভ্রমণলাইফস্টাইলক্যারিয়ারতথ্যপ্রযুক্তিকৃষি  প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *