২৩ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন ইনু


কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।টানা তিনবারের এমপি ইনু এবার ১৪ দলীয় জোটের শরিক হিসেবে নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।
অন্যদিকে এ আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এক লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন। সবমিলিয়ে ২৩ হাজার ৩৫৪ ভোটের ব্যবধানে হেরেছেন হাসানুল হক ইনু। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর ১৬১ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত ৯টার দিকে এ ফলাফল জানানো হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news