বিশেষ সংবাদ

রাশিয়ার জাহাজে আরও হামলার হুমকি ইউক্রেনের

image 703704 1691246707
print news

রুশ জাহাজ ও ক্রিমিয়া সেতুতে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগরে একটি রুশ ট্যাংকারে ড্রোন আঘাতে হানার পর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দেশটি।

ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার (এসবিইউ) প্রধান ভ্যাসিল মালিউক শনিবার বলেছেন, রাশিয়ার জাহাজ অথবা ক্রিমিয়া সেতুতে যেকোনো বিস্ফোরণ যৌক্তিক ও কার্যকর পদক্ষেপ। এই ধরনের বিশেষ অভিযান ইউক্রেনের আঞ্চলিক জলসীমায় চালানোটা সম্পূর্ণ বৈধ। খবর সিএনএনের।

তবে হামলা বন্ধে মস্কোকে সমাধানের একটা পথ দেখিয়েছেন তিনি। তা হলো রাশিয়াকে ইউক্রনীয় ভূখণ্ড ও জলসীমানা ছেড়ে যেতে হবে।

রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন, শুক্রবার ক্রিমিয়ার সেতুর কাছে রাশিয়ার একটি তেল ট্যাংকার ইউক্রেনীয় নৌ ড্রোনের হামলার শিকার হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দও শুনেছেন।

সম্প্রতি ক্রিমিয়া সেতু ও মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে হামলা চোখে পড়ার মতো। গত মাসে রাজধানী মস্কোয় কয়েক দফা ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে ক্রিমিয়া সেতুতেও হামলা হয়। এসব হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কিয়েভ। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক ক্রিমিয়া উপকূল দখলে নেয় মস্কো। এটিকে যে কোনও মূল্যে ফিরে পাওয়ার প্রতিজ্ঞা করেছেন জেলেনস্কি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *