ইত্তেহাদ এক্সক্লুসিভ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি বন্ধের প্রতিবাদে গণইফতার

375c50696c770379be85164bba3e0ac7
print news

ঢাকা প্রতিনিধি : শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ইফতার পার্টি বন্ধের প্রতিবাদে  ‘গণইফতার’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

e3a73fa2353b5d05da7afdc919495c87

সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোবিপ্রবি ক্যাম্পাসের অভ্যন্তরে এবারের রোজায় ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগের দিন রবিবার (১০ মার্চ) ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।এরই প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে গণইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। গণইফতার কর্মসূচির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘বাঙালি মুসলমানের ঐতিহ্য ইফতার মাহফিল। দেশের দুটি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ক্যাম্পাসে ইফতার মাহফিল নিষিদ্ধ করার মাধ্যমে দেশ থেকে ইসলামি সংস্কৃতি বাদ দেওয়ার পাঁয়তারা করছে। আমরা তার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই গণইফতার কর্মসূচি পালন করেছি। ওই দুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা সাধারণ শিক্ষার্থীরা আহ্বান জানাই— তারা যেন তাদের আদেশ প্রত্যাহার করে নেয়। আশা করি, আর কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এ ধরনের সিদ্ধান্ত না নেয়।’নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ইফতার পার্টি নিষেধ করার প্রতিবাদে আজকে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা মিলে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইফতার করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নিষেধাজ্ঞার প্রতি ধিক্কার জানিয়ে আমাদের গণইফতার কর্মসূচি করেছি। বিশ্ববিদ্যালয় হচ্ছে সম্প্রীতির জায়গা। এখানে নির্বিঘ্নে সব ধর্মবর্ণের মানুষ তাদের ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার রাখে। তাদের অধিকার ক্ষুণ্ন করার অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।

ce087c1d302881d808a3b0af5d046517

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয় বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অহেতুক এক বিজ্ঞপ্তির কারণে আজ দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। ভাবতেই অবাক লাগে— ৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দেশে এক দল ইফতার-মাহফিল নিষিদ্ধের পরিকল্পনা করছে। আমি মনে করি, শুধু মুসলিম না ক্যাম্পাসগুলোতে সব ধর্মবর্ণের মানুষের স্বাধীনতা আছে। এমন নিন্দনীয় বিজ্ঞপ্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমা চাওয়া উচিত।’শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসনের ইফতার পার্টি নিষিদ্ধের বিজ্ঞপ্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নিজ উদ্যোগে ইফতার-মাহফিল করতে পারবেন। তবে প্রশাসন এতে কোনও ধরনের আর্থিক সহায়তা দেবে না। ইফতার পার্টির নামে বিশৃঙ্খলা বা অরাজগতা সৃষ্টি করা যাবে না।’নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম বলেন, ‘ইফতার পার্টির নামে কেউ যেন অরাজকতা করতে না পারে, এজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে অনেকের অনেকরকম উদ্দেশ্য থাকে। তারা এসব অনুষ্ঠানের সুযোগ নিতে পারে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে নজরদারি রয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু সুন্দর স্বাভাবিক পরিবেশে ক্যাম্পাসে ইফতার করতে কোনও বাধা নেই। তবে বড় পরিসরে ইফতারের আয়োজন করলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিতে হবে।

3205181e3b7de5725e0830b187416c12

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার গণ-ইফতারের ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থীরা। মঙ্গলবার রমজানের প্রথম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইফতার কর্মসূচি পালন করেন তারা। এছাড়াও কর্মসূচিতে কুরআন তেলাওয়াত এবং ইসলামী সাংস্কৃতিক হয়। শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, শাবিপ্রবি ও নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে হাজার বছরের বাঙালি মুসলিম সংস্কৃতির ওপরে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ে গণইফতার কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *