অনুসন্ধানী সংবাদ

ডাক বিভাগের বরখাস্ত ও প্রবেশ নিষিদ্ধ আমজাদ কর্মচারী না হয়েও কর্মচারী নেতা

image 785516 1710619620
print news

ঢাকা প্রতিনিধি :  আমজাদ আলী খান ছিলেন ডাক বিভাগের কর্মচারী। কর্মরত অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করতেন। ছুটি ভোগ করেন অবৈধভাবে। তার ব্যক্তিগত গাড়ি দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অবৈধভাবে গ্রহণ করেছেন বেতন। নানা সময়ে তিনি সরকারি কর্মচারী আচরণ পরিপন্থি বক্তব্য দিয়েছেন। এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করেও নানা মন্তব্য করেছেন। জাতির পিতাকে অবমাননা করার চরম দৃষ্টতাও দেখিয়েছেন।

সাড়ে ৩ কোটি টাকার মানি অর্ডার জালিয়াতির মামলায় ২০২০ সালে পাঁচ সহযোগীসহ গ্রেফতার হন আমজাদ। পরের বছর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি এখন আর ডাক বিভাগের কেউ নন। কিন্তু কর্মচারী না হয়েও তিনি রাজনৈতিক প্রভাব বিস্তার করে কর্মচারী নেতা হিসাবে নানা অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। শ্রম আইনে একটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৩টি ইউনিয়ন থাকার কথা। কিন্তু আমজাদ চতুর্থ ইউনিয়নের স্বঘোষিত ‘সাধারণ সম্পাদক’। নথিপত্র পর্যালোচনা করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। চাকরিচ্যুতির আদেশে বলা হয়, আমজাদ আলী খান ২০১০ সালের ১০ মার্চ পটুয়াখালী থেকে বদলি হয়ে পোস্টাল অপারেটর হিসাবে ঢাকা জিপিও-তে যোগদান করেন। এরপর তাকে বিভিন্ন শাখায় বদলি করা হলেও তিনি কোনো শাখাতেই অর্পিত দায়িত্ব পালন করেননি। মানি অর্ডার (এমও) বিলি শাখায় দায়িত্ব পালনকালে তিনি মানি অর্ডার জালিয়াতিতে জড়িয়ে পাড়েন।

মানি অর্ডার জালিয়াতির মামলায় ২০২০ সালের ২৯ জুলাই র‌্যাব আমজাদকে গ্রেফতার করে। ওই সময় থাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। জামিনের পর তিনি সরকারের বিরুদ্ধে অবমাননাকর ও মানহানিকর বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার চালান। সুনির্দিষ্ট ৩১টি অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর ডাক বিভাগ থেকে তাকে চাকরিচ্যুত করা হয়।

বরখাস্ত করার পরও আমজাদ আলী খান ডাক বিভাগের বিভিন্ন কার্যক্রমে হস্তক্ষেপ করছিলেন। এই বিভাগের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে (কেপিআই) তিনি অনুপ্রবেশ করতে থাকেন। তার অনুপ্রবেশে ডাক বিভাগের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে-এমন আশঙ্কায় জুলাইয়ে ঢাকা জিপিওসহ ডাক অধিদপ্তরে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর থেকে এক পত্রে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারকে এ বিষয়ে জানানো হয়। আরও বলা হয়, আমজাদ আলীর ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। শান্তিনগর থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে তার গাড়িতে অপহরণ করা হয়। পরে তাদের কাছ থেকে এক কোটি ১২ লাখ টাকা ছিনতাই করা হয়।

নথি পর্যালোচনায় জানা যায়, গত বছর ৭ নভেম্বর আমজাদ আলীর বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-২১২৯) এর কার্যকরী কমিটির কার্যকরিতা স্থগিত করে শ্রম অধিদপ্তর। এতে বলা হয়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। এক্ষেত্রে আমজাদ আলী খান কোনো বিধিবিধান প্রতিপালন করেননি। আরও জানা যায়, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা জিপিওর পরিদর্শক (অপারেশন) আনিসুর রহমান বাদী হয়ে আমজাদ আলীকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুক ও ইউটিউবে আক্রমণাত্মক তথ্য দেওয়া, ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়।

সূত্র জানায়, মানি অর্ডার জালিয়াতি আর দুর্নীতির মাধ্যমে আমজাদ আলী গড়ে তুলেছেন বিপুল অবৈধ সম্পদ। আউটসোর্সিংয়ের নিয়োগ বাণিজ্য তার আয়ের বড় উৎস। এছাড়া পোস্টাল কলোনি দখলে রেখে সেগুলো ভাড়া দিয়েও তিনি অর্থ হাতিয়ে নেন। কুষ্টিয়া সদরে দেবী প্রাসাদ চক্রবর্তী রোডের ঝিলপাড়া এলাকায় ২০ কাঠা জমির ওপর করেছেন দৃষ্টিনন্দন অট্টালিকা। ২০টি লেগুনা এবং বাসের মালিক তিনি। রাজধানীতেও রয়েছে তার একাধিক ফ্ল্যাট ও প্লট।

বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এক অভিযোগে উল্লেখ করেন, আমজাদ আলী খান ডাক বিভাগের কোনো কর্মচারী নন। চাকরিচ্যুত হওয়ায় পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কোনো পদে থাকার যোগ্য তিনি নন। এ বিষয়ে আমজাদ আলী খান যুগান্তরকে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে যেহেতু বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাই নিজেকে ডাক বিভাগের কর্মচারী বলব না। তবে আমি অফিসে যেতে না পারলেও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। তিনি বলেন, ব্যক্তিগত গাড়ি দিয়ে ছিনতাইয়ের যে অভিযোগ উঠেছে এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। গাড়িচালক হয়তো এর সঙ্গে জড়িত থাকতে পারেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *