সাংবাদিকদের রুম থেকে বের করে দিলেন জবি উপাচার্য


ঢাকা প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্মারকলিপি দেওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় তাদের রুম থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সাংবাদিকদের। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের দেখে ক্ষিপ্ত হয়ে যান উপাচার্য। তিনি বলেন, আপনারা এখানে কেন? এখানে তো শুধু শিক্ষার্থীরা থাকবে। আপনাদের সঙ্গে আমার কথা নেই। গণমাধ্যম বের হলে আমি প্রবেশ করব। আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, তোমারা কেন গণমাধ্যম নিয়ে এসেছ?উপাচার্যের এমন আচরণে কনফারেন্স রুম থেকে বের হয়ে আসেন গণমাধ্যমকর্মীরা। এ বিষয়ে তারা বলেন, উপাচার্য সুন্দর করে বলতে পারেন। তিনি এভাবে তো অপমান করতে পারেন না। আজ আমরা উপাচার্যের বক্তব্য বয়কট করলাম।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়