বাংলাদেশ বরিশাল

বরিশাল নগরীর পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো কিশোর গ্যাং ও বখাটের কারণে সাধারণ মানুষ আতংকে 

Barisal1
print news

বরিশাল অফিসবরিশাল মহানগরীর বঙ্গবন্ধু উদ্যান সহ প্রায় সবগুলো পার্ক ইতোমধ্যে কিশোর গ্যাং ও বখাটেরদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ অবাধ বিচরণস্থলে পরিণত হয়েছে। এমনকি রমজান মাস উপলক্ষে এসব গ্যাং-এর অনেকেই বিভিন্ন মসজিদের তারবারীর নামাজের জামাতের সময় আশেপাশে আড্ডায় লিপ্ত হচ্ছে। ফলে নিকট অতীতের শ্রান্তি বিনোদনের এসব স্থানগুলোতে এখন আর নগরীর নারী-পুরুষ ও শিশুরা একটু কোলাহল মুক্ত পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তা সহ বুক ভরে নিশ্বাস গ্রহণে স্বস্তি পাচ্ছেন না। আসন্ন ঈদ উল ফিতরের আগে পরের পরিস্থিতি নিয়ে নিরীহ নগরবাসীর মনে অস্বস্তিও ক্রমে বাড়ছে। আসন্ন ঈদ উল ফিতরের আগে পরে এদের অনৈতিক কর্মকাণ্ড নগরবাসীর স্বস্তিকে কেড়ে নিতে পারে বলেও শঙ্কিত অনেকেই। গত কয়েক বছর ধরেই ঈদের আগে পরে বিকট শব্দের পটকা ও বাজী ফাটিয়ে আনন্দ ফুর্তির নামে নগরবাসীর নিরাপত্তাও বিপন্ন করে তুলছে এসব কিশোর গ্যাং। ইতোপূর্বে ঈদের সময় এসব পটকা ও বাজির বিরুদ্ধে পুলিশই তৎপরতা লক্ষ্য করা গেলেও গত বছর তাও ছিল খুব সীমিত। ফলে রাস্তার মোড়ে মোড়ে বিকট শব্দের গান আর উদ্যম নৃত্য সহ পটকা ফাটানোর ফলে আনন্দের ঈদ অনেকের কাছেই আতংকে পরিণত হয়েছে। আসন্ন ঈদেও তার পুনরাবৃত্তি রোধে এখনই তৎপর হতে পুলিশের প্রতি দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।
এদিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যান, কীর্তনখোলা নদীর পড়ের মুক্তিযোদ্ধা পার্ক, আমতলা মোড়ের স্বাধীনতা পার্ক নবগ্রাম রোড-চৌমুহনীতে জাতীয় মহাসড়ক দখল করে সিটি কর্পোরেশনের গড়ে তোলা  পার্ক বখাটে ও কিশোর গ্যাং-এর বেপরোয়া কর্মকান্ডে ক্রমশ তার মূল চরিত্র হারাচ্ছে। নিরাপত্তা হীনতায় ইতোমধ্যে এসব পার্ক থেকে বেশীরভাগ নারী ও শিশুরা দুরে সরে যাচ্ছেন।
অথচ এসব কিশোর গ্যাংদের কোন রাজনৈতিক চরিত্র বা আশীর্বাদও নেই। তবে সরকারী দলের সভা-সমাবেশ ও মিছিলে তাদেরকে বেশীর ভাগকেই দল-ভারী করতে দেখা গেলেও তেমন কোন আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে না। এসব গ্যাং এতটাই বেপরোয়া যে, একটি কিশোর গ্যাং নগরীর শাহানারা আবদুল্লাহ পার্ক ও সংলগ্ন লেকের পূর্ব পাড়ে পুরো দিন পেরিয়ে গভীর রাত পর্যন্ত বিকট শব্দে হিন্দি গান আর উদ্যম নৃত্য করে ঐতিহাসিক ৭ মার্চ পালনের নামে বেপরোয়া তাণ্ডব চালায়। কিন্তু নগরীর কেন্দ্রস্থলে একটি জাতীয় মহাসড়কের পাশে এ নোংরামি বন্ধে কোন পদক্ষেপ লক্ষণীয় ছিলনা। এখানে দৃষ্টিনন্দন লেকটির তিন পাড়ই পথ খাবারের দোকান ও বখাটেদের দখলে চলে গেলেও নগর ভবন বা সড়ক অধিদপ্তরেরও তেমন কোন পদক্ষেপ নেই। তবে গত তিনমাসে সিটি কর্পোরেশন ও বরিশাল সড়ক বিভাগের তরফ থেকে কয়েকবার মাইকিং করে অবৈধ দখল ছেড়ে দেয়ার হুশিয়ারি দেয়া হলেও পরে সব চুপচাপ হয়ে গেছে। একজন মুক্তিযোদ্ধার নামে এ পার্কটির পশ্চিম পাড়ের রাস্তাটিও দিনরাত কিশোর গ্যাং-এর দখলে।
কিন্তু কিশোর গ্যাং ও বখাটেদের বেপরোয়া কর্মকাণ্ড ক্রমে বরিশাল মহানগরীর সুস্থ সামাজিক পরিবেশকে বিপন্ন করে তুলছে। বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সহ রাজনৈতিক ও সামাজিক নেতবৃন্দের মাঝেও এখন পর্যন্ত তেমন কোন হেলদোল লক্ষণীয় নয় বলে অভিযোগ নগরীর বেশীরভাগ সাধারণ নিরীহ মানুষের।
নগরীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানটির পুরো পরিবেশ এখন বিপন্ন কিশোর গ্যাং সহ বখাটেদের সরব উপস্থিতিতে। অথচ বছর কয়েক আগেও নগরবাসী ঐতিহ্যবাহী এ উদ্যানটির জন্য গর্ব অনুভব করতেন। কিছুদিন আগে কিশোর গ্যাং-এর কয়েক সদস্যের হাতে এ ময়দানেই এক ট্রাফিক সার্জেন্টের স্ত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হবার পরে পুলিশ কিছুটা তৎপর হলে একজন গ্রেপ্তার হয়। পরে সবকিছু সাবেক অবস্থায়ই ফিরে গেছে।
নগরীর মুক্তিযোদ্ধা পার্ক ও স্বাধীনতা পার্কেরও একই অবস্থা। এরমধ্যে কীর্তনখোলা নদী তীরের মুক্তিযোদ্ধা পার্কটি পুরোপুরিভাবেই কিশোর গ্যাং-এর নিয়ন্ত্রণে। এ নদী তীরেরই ত্রিশ গোডাউন এলাকার ‘শতায়ু অঙ্গন’টিরও একই হাল। কোথাই নারী ও শিশুরা নির্বিষে এখন পা ফেলতে পারছেন না বলে অভিযোগ সবার মুখে।
তবে মহানগর পুলিশের দায়িত্বশীলদের মতে, ‘যেকোন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সব সময়ই সচেতন আছেন। তারপরেও যেকোন অভিযোগ পেলে তা খতিয়ে দেখে পুলিশ সব সময়ই ব্যবস্থা নিচ্ছে’ বলেও দাবী দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের। পাশাপাশি এসব পার্কগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা সহ সার্বিক দেখভালের দায়িত্ব টুরিস্ট পুলিশের বলেও জানান হয়েছে। এসব বিষয়ে টুরিস্ট পুলিশের বরিশাল অফিসের অতিরিক্ত এস-পি’র সাথে আলাপ করা হলে তিনি জানান, জনবল সংকটের মধ্যেও তারা সাধ্যমত সব পার্ক বিনোদন কেন্দ্রেগুলোর নিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *