বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার মামা-ভাগ্নে নিহত


ইত্তেহাদ নিউজ,বাকেরগঞ্জ :বাকেরগঞ্জে থেমে থাকা ট্রাকের নিচে মোটরসাইকেল ঢুকে মামা-ভাগ্নে নিহত হয়েছেন।বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুহিতার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- বরিশাল নগরীর বটতলা এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মনিরুজ্জামান বাচ্চু (৬১) ও বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার মো. মঞ্জু বারী সিকদারের ছেলে বজলুল ইসলাম সিকদার (৬০)। উভয় ঠিকাদার ও সম্পর্কে মামা ভাগ্নে বলে ওসি জানিয়েছেন।বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, মোটরসাইকেল অরোহী দুইজন পটুয়াখালী থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটর সাইকেল রুহিতার পাড় এলাকায় পৌঁছে সড়কের পাশে থামানো ট্রাকের পিছনে ঢুকে যায়। এতে উভয়ে মাথায় আঘাত পেয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিবার এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়