বাংলাদেশ বরিশাল

বরিশালের ফরচুন সুজ কারখানায় শ্রমিকদের ওপর আনসারের গুলি

labour1 c767581a0b2765e61aba74eaa39431aa
print news

বরিশাল অফিসবরিশাল বিসিক শিল্পনগরী এলাকায় বেতনের দাবিতে বিক্ষোভরত ফরচুন সু কোম্পানির কারখানায় কর্মরত শ্রমিকদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে আনসারদের বিরুদ্ধে। গুলিতে চার শ্রমিকসহ আহত হন ৩০ জন। এ ঘটনাকে কেন্দ্র করে ফরচুনের তিনটি কারখানা ও আনসার ক্যাম্পে ব্যাপক ভাঙচুর চালানোসহ বিসিক এলাকা রণক্ষেত্রে পরিণত করেন শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের নিক্ষেপ করা ইটপাটকেলে বরিশাল কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের মাথা ফেটে যায়।

অপর আহতরা হলেন- শ্রমিক মেহেদি, রাজিব, তামিম, রাফসান ও মিজানুর রহমান। মেহেদির অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা চলছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রমিক রিয়াজ, লাবনী, কণা, পরি, রুবেল ও ইমরান বলেন, গত দুই মাসের বেতন বকেয়া পড়েছে। গত মাসে সুপারভাইজার ওয়াদা করেছেন এ মাসে দুই মাসের বেতন পরিশোধ করা হবে। তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাড়িওয়ালা থেকে শুরু করে মুদি দোকানিকে তারাও ওয়াদা করেছেন এ মাসে তাদের বকেয়া পরিশোধ করবেন। কিন্তু আজ বৃহস্পতিবার বিকালে কাজ শেষে বকেয়া দুই মাসের বেতন না দিয়ে এক মাসের অর্ধেক দেন। এ নিয়ে শুরু হয় সুপারভাইজার এবং শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে কারখানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন তিন কারখানার প্রায় চার সহস্রাধিক শ্রমিক। একপর্যায়ে কারখানার কর্মকর্তারা আনসারদের কাছে অভিযোগ দিলে তারা ক্যাম্প থেকে গুলি বর্ষণ শুরু করেন। এতে চার শ্রমিক গুলিবিদ্ধ হন। এতে আরও ক্ষুব্ধ হন শ্রমিকরা। তারা একযোগে ফরচুনের তিনটি কারখানা এবং আনসার ক্যাম্পে ভাঙচুর চালান।

তারা জানান, এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ গেট টপকে আনসার ক্যাম্পে প্রবেশ করেন। তখন আনসার সদস্যরা সেখান থেকে পালিয়ে যান। এরপর আনসারদের খাটসহ সেখানে থাকা আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে আগুন দিতে চাইলে পুলিশ বাধা দেয়।

শ্রমিকরা বলেন, ঈদের আগ পর্যন্ত কোনও বোনাস কিংবা বেতন দেয়া হয়নি। সারা বছর কাজ করি আনন্দের দিনটাও আমরা টাকার অভাবে উদযাপন করতে পারিনি। ঈদের পরে আমাদের কোনও ধরনের বোনাস না দিয়ে অর্ধেক মাসের বেতন দেওয়া হয়। ওই সময় শ্রমিকদের জানানো হয়েছিল, মে মাসে দুই মাসের বেতন একসঙ্গে দেওয়া হবে। কিন্তু বেতন দেওয়া হয় অর্ধেক মাসের। ওই টাকা দিয়ে কী করবো? কারণ ঘর ভাড়া থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়া, বাজার, চিকিৎসা কোনও কিছুই করাতে পারি না।

শ্রমিকরা অভিযোগ করেন, আমাদের ২০ হাজার বেতনে স্বাক্ষর আদায় করা হলেও বেতন দেওয়া হয় ১০ থেকে ১২ হাজার টাকা। আবার সেই বেতন পেতে দুই মাস অপেক্ষা করতে হয়। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা খাটানো হয়। এরপরও বেতনের সময় এলে বেতন পাওয়া যায় না। তাদের তৈরি জুতা বিদেশে পাঠিয়ে মালিক কোটি কোটি টাকা আয় করছে। আমাদের বেতন দিলে কোনও ক্ষতির হওয়ার কথা নয়।

ফ্যাক্টরির সামনে থাকা নগরীর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা অভিযোগ করেন, ফরচুন সু কোম্পানির তিনটি কারখানা রয়েছে বিসিক শিল্পনগরীতে। সেখানে প্রায় চার হাজার শ্রমিক কর্মরত। কিন্তু তাদের ঠিকমতো বেতন দেওয়া হয় না। এ অভিযোগ আজকের নয়, দীর্ঘদিনের। তাছাড়া আট ঘণ্টার বেশি কাজ করানো হয়, দেওয়া হয় না ওভারটাইম। একদিন কাজে না এলে বেতন বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের নানান অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই অভিযোগ আজ বিস্ফোরিত হয়েছে। তাছাড়া শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভে আনসার সদস্যরা গুলি বর্ষণ করায় তারা আরও ক্ষুব্ধ হয়।

কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ থেকে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে গুলি চালালে চার জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ফরচুনের তিনটি কারখানার সামনের অংশ এবং আনসার ক্যাম্পে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

তিনি আরও জানান, এ সময় শ্রমিকদের বিক্ষিপ্তভাবে নিক্ষেপ করা ইটে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের মাথা ফেটে যায়।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার সরোয়ার আলম জানান, বকেয়া বেতনের বিক্ষোভ থেকে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় শ্রমিকদের। অভিযোগ পাওয়া গেছে, আনসার সদস্যদের গুলি বর্ষণে চার শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে বিসিক এলাকায় যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বেতন পরিশোধ এবং আনসার সসদ্যদের বিচারের দাবিতে ফরচুন সু কোম্পানির সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান করছেন। একইসঙ্গে আগামীতে যাতে বেতন নিয়ে তাদের কোনও সমস্যায় না পড়তে হয় তারও সমাধান চাচ্ছেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *