মঠবাড়িয়া থানার ২ ওসি প্রত্যাহার,এক মাসের ব্যবধান


ইত্তেহাদ নিউজ, পিরোজপুর : এক মাসের ব্যবধানে পিরোজপুরের মঠবাড়িয়া থানার ২ ওসি প্রত্যাহার হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা নিয়মমাফিক বদলি।গত ৯ জুন প্রত্যাহার হয়েছেন ওসি মো. শফিকুল ইসলাম এবং ৯ জুলাই প্রত্যাহার হয়েছেন মো. আশিকুজ্জমান। ওসি শফিকুল ইসলাম বর্তমানে পিরোজপুর সদর থানায় কর্মরত রয়েছেন এবং ওসি মো. আশিকুজ্জমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঢাকায় বদলি করা হয়েছে।ওসি মো. আশিকুজ্জমান বদলি হয়েছেন বলে স্বীকার করেছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী পরাজিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে গত ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনে তৎকালীন ওসি মো. শফিকুল ইসলাম একটি গ্রুপের পক্ষপাতিত্ব করেন। যে কারণে নির্বাচন কমিশন নির্বাচনের দিন ৯ জুন তাকে প্রত্যাহার করেন। পরে মো. আশিকুজ্জমানকে মঠবাড়িয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি মঠবাড়িয়া থানায় যোগদানের পর থেকেই ওই গ্রুপের পক্ষ অবলম্বন করেন।
নির্বাচনকালীন ও পরবর্তী পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সরকারি সিদ্ধান্ত ও নিয়ম অনুযায়ী তাদের বদলি করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়