বাংলাদেশকে সম্প্রীতির একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই:সেনাপ্রধান


ইত্তেহাদ নিউজ,ঢাকা : সব ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।সেনপ্রধান বলেন, ‘অনেকেই পার্বত্য অঞ্চল থেকে এখানে এসেছেন। আমরা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদ্যাপন করা হোক। এজন্য যা সহায়তা দরকার আমরা তাই করব।’ ওয়াকার-উজ-জামান বলেন, ‘পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার আমি তাই করব।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে সম্প্রীতির একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটি বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের মানুষ মিলে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।