বাংলাদেশ বরিশাল

কীর্তনখোলায় স্পিডবোটডুবি: আরও ৩ মরদেহ উদ্ধার

b062aadf312cdf21343292ba4b93a8a13a9eb975a74da304
print news

বরিশাল অফিসবরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী স্পিডবোটডুবির ঘটনায় একে একে নিখোঁজ চালকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে ওই তিনজনের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ওই তিনজনের মধ্যে দুজন যাত্রী এবং অন্যজন স্পিডবোটটির চালক। এ নিয়ে এই ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার হলো।

মৃতরা হলেন: স্পিডবোট চালক আল আমিন (২৩) ভোলা সদরের ভেদুরিয়ার উত্তর চর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে ও যাত্রী মো. ইমরান হোসেন ওরফে ইমন (২৯) সদরের ধনিয়া এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ও মো. রাসেল আমিন (২৪) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিওপাড়া এলাকার আজগর আলী হাওলাদারের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জনতারহাট খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জালিস মাহমুদ (৫০) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা জালিস হোসেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে ভোলার বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য মানসুর আহমেদকে (৩০) উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভোলার দৌলতখান থানার কনস্টেবল ও বরগুনা সদরের বাসিন্দা।

নৌপুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে একে একে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাটসংলগ্ন নদীতে তিনজনের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ওই তিন মরদেহ উদ্ধার করে। তবে এখনো এক যাত্রীর নিখোঁজ থাকার তথ্য আছে।

নিখোঁজ সজল দাস (৩০) বরিশাল নগরের বিমান বন্দর থানার রহমতপুর এলাকার দুলাল দাসের ছেলে। তিনি ভোলায় ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে চাকরি করতেন। জানা যায়, গত ৫ ডিসেম্বর বিকেলে জনতারহাট খেয়াঘাট এলাকায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যায়। এতে স্পিডবোটের এক যাত্রী মারা যান এবং এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় স্পিডবোটের চালক ও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছিল নৌপুলিশ। তবে নিখোঁজদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না। পুলিশ জানায়, রোববার সকালে কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় একে একে তিনজনের ভাসমান মরদেহ পাওয়া যায়। বরিশাল সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকেই মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। পরে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দ্রুত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *