বাংলাদেশ ঢাকা

নিষিদ্ধ ঘোষিত পলাতক ছাত্রলীগ নেতা জাহিদ হাসানের সরকার বিরোধী তৎপরতা : গ্রেপ্তার দাবী

হাসান
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : নিষিদ্ধ ঘোষিত পলাতক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান এখন সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এ সময় ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন জাহিদ। তিনি বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। তিনি এলাকায় চোরের নাতি হিসেবে পরিচিত।

bba

জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর অবৈধ অস্ত্র দিয়ে গুলি বর্ষন, হামলা, সরকারি অফিস লুট, ভাংচুরের অভিযোগ রয়েছে জাহিদ হাসানের বিরুদ্ধে। বর্তমানে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ, বরিশালসহ বিভিন্ন স্থানে পলাতক থেকে ফেসবুকে সরব থাকছেন তিনি। তিনি সরকার বিরোধী নানান উস্কানিমূলক কাজে জড়িত রয়েছেন। পলাতক স্বৈরাচারের উচ্ছিষ্টভূগি বেয়াদব জাহিদ আওয়ামী রাজনীতির সহিত প্রত্যক্ষভাবে জড়িত থেকে বিরোধী পক্ষের নেতাকর্মীদের নানাবিধ হয়রানিমূলক মামলায় অভিযুক্ত করে ক্ষতিগ্রস্ত করেছেন। বর্তমানে একজন বিএনপি নেতার সাথে সখ্যতা স্থাপন করে নিজেকে বিএনপি সাঁজানোর পাঁয়তারা করছেন জাহিদ। ভুক্তভোগীদের অভিযোগ জাহিদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হলে ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবেন। সরকার বিরোধী তৎপরতার সাথে আওয়ামী লীগ নেতাদের স্ত্রী ও মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত বলে নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা জানান। আওয়ামী লীগের ঐসব নেতারা বাসা থেকে অন্যত্র পালিয়ে থাকার কারণে এসব বাসায় জাহিদ হাসান দুর্বলতার সুযোগ নিয়ে পলাতক আওয়ামী নেতাদের স্ত্রী ও মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছেন।

এদিকে, সালমানুর রহমান সাকিল বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) রাতে তাঁর ফেইজবুক পেইজে লিখেন- ঢাকা ভার্সিটি ছাত্রলীগে ফটোকপি তে পদ পাওয়া সহ-সভাপতি, সে আবার নওমালা ইউনিয়ন বিএনপি গুনো গান গায়, কারন কি, সে কি বিএনপি তে আসতে চায়,সভাপতি সাহেব সাবধান।

প্রতি উত্তরে এমডি জাহিদ হাসান নিজে বলেন, নওমালায় আমি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেউ নাই। সে হিসেবে তুই আমাকে উদ্দেশ্য করে লিখছো। শোন, আমাকে নিয়ে লেখার কোন যোগ্যতা কি তোর আছে? আমার শিক্ষাগত যোগ্যতা, বংশ, পরিবার এগুলোর কোনটার ধারে কাছেও তুই নেই। নওমালা বিএনপির গুণগান আমি কোথায় গাইলাম? তুই দেখা পারলে? এখানের সকল মানুষ বিচার করবে। তুই আমার চাচার দয়ায় দিন যাপন করিস। আমার বংশের ধারে-কাছেও তুই নাই। নওমালায় আমাকে সবাই চিনে। ব্যাটন তালুকদার আমার রক্তের, আমি আর ব্যাটন তালুকদার এক জমির অংশীদার। ব্যক্তিগত ভাবে ব্যাটন তালুকদারের দিকে কেউ খারাপ চোখে তাকালে নওমালায় কেয়ামত করে দিবো।যা শিখেছি সব প্রয়োগ করব।জাহিদ তালুকদার কি জিনিস যারা খেলছে তারা জানে। নওমালায় আমার কোন কলঙ্ক নাই, আমি নওমালায় বহু বিনিয়োগ করে রাখছি। তুই আমার এলাকার ছেলে যা বোঝার বুঝে নিস। যার বাবার নাম আছে তার দলের পরিচয় লাগেনা। মাইন্ড ইট।  এমডি রাসেদুল ইসলাম বলেন, কিছু মানুষ আছে দল বা ব্যক্তির ফর্ম দেখে পা চাটা শুরু করে।

রেজাউল খান বলেন, হা হা হা ছোট ভাই তুমি তাহলে বুঝলা ভুল। সে তো তোমাদের বংশের লোক। একটু আধটু ছাড় দেওয়া যায় না।আলফে রাসেল বলেন, সে তো অনেক দল করছে এখন না হয় এটা করুক তার মাথায় তো আবিষ্কৃত কিছু নষ্ট বুদ্ধি আছে ডুকে যাইতে ও পারে শাকিল ভাই।এমডি জামাল উদ্দিন বলেন, সেই হিসাব করলে তো বিগত ১৬ বছরে বিএনপির শতকরা ৯৫% নেতাকর্মী লীগের গুনগান গাইছে। তাহলে লীগের কেউ যদি (তোমার ভাষ্যে) বিএনপির গুনগান গাইতে চায় দোষ কোথায়?সাগর মাহমুদ বলেন, পা চাটা আর নাম বেইচা খাওয়া ছাড়া তো নূন্যতম যোগ্যতা নাই। পুরোনো পা তো আর চাটতে পারবে না এখন নতুন পা চাটতে শুরু করছে।

রোকনুজ্জামান রিয়ান বলেন, এসব পা চাটা লোকজন তো সব খানে যায়গা দেওয়া ঠিক না, নিজের বাপের নাম নাই ধর্ম বাপের নাম বেইচা খাওয়া পাবলিক এরা ভাই।এমডি আবুল রনি বলেন, যেখানে খাওয়া আছে শেখানে তারা আছে। সরদার এমডি সফিকুল ইসলাম বলেন, এদের কোন চরিত্র নাই এই লোক বিগত দিনে দুই চেয়ারম্যানের সাথেও পল্টিবাজ করছে যেখানে খাওয়া আছে সেখানে সে আছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.