বরিশালে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর


বরিশাল অফিস : বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের চাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ইউনিয়নের নবগ্রাম রোডে পেশকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনিয়া বেগম (২১) রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কড়াপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সরদারের স্ত্রী।বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, ছাত্রদল নেতা ওমর ফারুক মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে বরিশাল নগরী থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। নবগ্রাম রোডের পেশকার বাড়ি এলাকায় পৌঁছালে ঝালকাঠি থেকে বরিশালগামী সিলিন্ডার বোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে স্ত্রী সোনিয়ার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।