রাজনীতি

রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন:সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

New Project 37 686abc113d9c3
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  শেখ হাসিনা গত ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা দেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত ‘২০১১ সালের ৬ জুলাই তৎকালীন সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুকের উপর হামলার সঙ্গে জড়িত পুলিশের হারুন, বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে’ প্রতিবাদী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পিআর পদ্ধতির (ভোটের আনুপাতিক হারে আসন বন্টন) নির্বাচনকে রঙ্গিলা বাক্স বলে উল্লেখ করেছেন তিনি। আলাল বলেন, দেশে নতুন আরেকটা ‘রঙ্গিলা বাক্স’ হাজির হয়েছে। এ রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি যেসব দেশে আছে সেখানে স্থিতিশীল সরকার নাই। স্বাভাবিক গতির সরকার নাই। বেলজিয়াম ও ইসরাইলেও আছে। ইসরাইলের নাম বললে আর কোনো দেশের কথা বলা লাগে না। পিআর পদ্ধতির পক্ষে কারা কারা আছেন, সেটা নিয়ে সবাইকে আরও গভীরভাবে চিন্তা করার আহ্বান জানান তিনি।

আলাল বলেন, পিআর পদ্ধতি নির্বাচনের আরও অনেক ব্যাখ্যা রয়েছে। তবে একটা জিনিস সবাইকে পরিষ্কারভাবে বুঝতে হবে, একটি পুরাতন বিল্ডিং ভেঙে ফেলতে হলে তার আগে ওই জায়গায় কী করবেন সেটার পরিকল্পনা করতে হবে। এখন বিল্ডিং ভেঙে ফেললেন, কোনো পরিকল্পনা নাই, তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর ফাঁকা জায়গায় ঝড়-বৃষ্টি টর্নেডো হয়।

শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা পাঠিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা তার আত্মীয়-স্বজনদের আগেই জানিয়ে দিয়েছিলেন বলেই তারা কেউ গ্রেফতার হননি। শেখ হাসিনা গত ২ আগস্ট তার আত্মীয়-স্বজনদের খুদেবার্তা পাঠিয়েছিল যে তোমরা যে যেভাবে পার দেশ ছেড়ে চলে যাও। যে কারণে তার কোনো আত্মীয়-স্বজন গ্রেফতার হয়নি। সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছেন।

আলাল বলেন, দেশে নতুন করে রাজনৈতিক জোট পাকানোর চেষ্টা করা হচ্ছে। এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন। এর পেছনে প্রেরণা ও শক্তিদাতা ছিল বিএনপি ও তার নেতৃত্বাধীন জোট। সবচেয়ে বেশি শহীদের সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি আহত সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি গুমের সংখ্যা বিএনপিতে। কিন্তু আমরা এ কৃতিত্বের দাবি করি না। আমরা মনে করি- বিএনপির এটা করা উচিত ছিল, করেছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনটির সভাপতি হাবিব আহমেদ আশিক, সহসভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.