একটা চোখের বদলে আরেকটা চোখ নিতে শুরু করলে পুরো সমাজটাই অন্ধ হয়ে যাবে


অনলাইন ডেস্ক : প্রতিশোধপরায়ণতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “একটা চোখের বদলে আরেকটা চোখ নিতে শুরু করলে পুরো সমাজটাই অন্ধ হয়ে যাবে। আমরা কি সেটা চাই?”
প্রসঙ্গত, বর্তমান রাজনৈতিক প্রতিহিংসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “ধরা যাক হাসিনা ঘুমিয়ে পড়েছে, তো আপনি কি সেটার প্রতিশোধ নেবেন? এই ধারার রাজনীতি আমাদের কোথায় নিয়ে যাবে?”
তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে বলেন, “বাংলাদেশে যদি নেলসন ম্যান্ডেলার জন্ম হতো, তাকেও বলা হতো শ্বেতাঙ্গদের দালাল। কারণ তিনি ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ করেছেন।”
রুমিন ফারহানা আরও বলেন, “আমরা এতটাই প্রতিশোধপরায়ণ আর সংকীর্ণ স্বার্থে নিমগ্ন হয়ে পড়েছি, যেখানে ইউটিউবের কিছু পয়সা, কিছু ভিউ, কিছু ডলার পাওয়াই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এতটা নিচে নেমে যাওয়া—আমি পৃথিবীর আর কোনো জাতির মধ্যে দেখিনি।”
জাতিগতভাবে বাঙালিদের আচরণকে “কালেক্টিভ অসভ্যতা” বলে আখ্যায়িত করে তিনি বলেন, “আমি আফ্রিকার বহু দরিদ্র দেশে গিয়েছি, ভুটানের মতো গরিব দেশেও গিয়েছি। কিন্তু এমন অসভ্য জাতি কোথাও দেখিনি। এ কারণেই বিদেশে একজন সোমালিয়ান সম্মান পায়, আমাদের দেশের লোক পায় না। এটা গরিব হওয়ায় নয়, আমাদের অসভ্য আচরণের জন্য।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।