মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে:রিজভী


ইত্তেহাদ নিউজ,ঢাকা : মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘‘সোহরাওয়ার্দী উদ্যানে কুপিয়ে, লাঠির আঘাতে ছাত্রদল নেতা সৌম্যকে হত্যা করা হয়েছে। একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ফজলুল হক হলে মোবাইল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব কারা করছে, সবাই জানে। আজকে অনেকেই বড় বড় কথা বলছেন আর বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।
ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রসঙ্গ রিজভী বলেন, ‘‘মিডফোর্ডের ঘটনার সঙ্গে সঙ্গে যুবদল, ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘তাদেরকে এমনি বহিষ্কার নয়, আজীবনের জন্য বহিষ্কার করো।’ সঙ্গে সঙ্গে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাদের কেবল দল থেকেই বহিষ্কার করা হচ্ছে না, বিএনপি নিজেরা মামলা করছে, পুলিশকে বলছে ব্যবস্থা নিতে। এর অনেক প্রমাণ নারায়ণগঞ্জেই আছে। নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে সেটা। কিন্তু আজকে ইসলামি লেবাসধারী দু-একটি সংগঠন নতুন কিছু মাসুম বাচ্চাদের দিয়ে কথা বলাচ্ছে। বিএনপি যদি অপরাধের পর কোনো ব্যবস্থা না নিত, অপরাধীদের আশ্রয়প্রশ্রয় দিত, তাহলে এক কথা ছিল। সেটা তো দিচ্ছে না।
এনসিপি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘ছাত্রদের একটি সংগঠন হয়েছে। একটি গণতান্ত্রিক সমাজে প্রত্যেকের রাজনৈতিক দল করার স্বাধীনতা আছে। আমরা প্রত্যেকের প্রতি শুভেচ্ছা দিই। আমরা প্রত্যেকে প্রত্যেকের সমালোচনা করব, আবার একই প্ল্যাটফর্মে দাঁড়াব। কিন্তু মনে হচ্ছে, কোথাও থেকে নির্দেশিত হয়ে তারা (এনসিপি) বিভিন্ন কথা বলছেন।
ইসলামি লেবাসধারী একটি দল আওয়ামী লীগের তাঁবেদারদের এজেন্সি নিয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘‘আওয়ামী লীগের চরিত্র তো সবাই জানে, আওয়ামী লীগ মানেই লুটপাট, হানাহানির দল। কিন্তু যারা ইসলামের নামে কথা বলে, তারা ’৮৬-তে শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে গিয়েছিল। অথচ তারা তখন বলেছিল, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে, তারা জাতীয় বেঈমান। সেই দলটি এখন তাদের ছাত্রদের দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা শেখ হাসিনার তাঁবেদার শক্তির এজেন্সি নিয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।