বাংলাদেশ বরিশাল

কুয়াকাটা সৈকতে ভয়াবহ ভাঙন,রক্ষার দাবীতে মানববন্ধন

IMG 20250726 WA0032
print news

জুয়েল ফরাজী,কুয়াকাটা থেকে:
অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। শুক্র ও শনিবারের জোয়ারে পানি বৃদ্ধির ফলে সাগরের তীব্র ঢেউয়ের আঘাতে সৈকতের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধনে ব্যবসায়ী, রাজনীতিক, স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

0a4b31b1a39324a6373a5934f36fe26a4ff0e6e92d0c1180

বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিম্নাঞ্চল, উপকূলীয় এলাকাগুলোতে ঢুকে পড়েছে সমুদ্রের পানি। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও হোসেনপাড়া এলাকা সহ  বেরিবাদের বাহিরের অংশ।

kuakata

এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুয়াকাটা পৌর শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, বাংলাদেশ জামায়েত ইসলামের কুয়াকাটা পৌর শাখার সাবেক আমির মাও: মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টুর অপারেটর অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী, দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ মামুন-অর-রশিদ, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খলিলুর রহমান সহ অনেকে।

20 362 696x390 1

এসময় বক্তারা বলেন, অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি।

তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধির দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।স্থানীয়দের দাবি, কুয়াকাটার প্রায় ২৮ কিলোমিটার সৈকতজুড়ে বালু সরে গিয়ে নিচের মাটি বেরিয়ে আসায় পর্যটন হুমকির মুখে পড়েছে।

sagar

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, হোসেনপাড়ায় সড়কের প্রায় ৩০ মিটার অংশ সাগরে বিলীন হয়ে গেছে। ডিসি পার্কের পাশেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে, উপড়ে গেছে গাছপালা।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.