সাংবাদিককে পেটানোর হুমকি, পটুয়াখালী মহিলা দল সভাপতি আফরোজাকে অব্যাহতি


ইত্তেহাদ নিউজ,পটুয়াখালী : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় মহিলা দল।মঙ্গলবার (১২ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, আফরোজা সীমার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
আফরোজা সীমা শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে শুক্রবার (৮ আগস্ট) এশিয়ান টেলিভিশনের অনলাইন প্রতিনিধি রাকিবুল ইসলাম তনুকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলমান এক সালিশে বাগবিতণ্ডার এক পর্যায়ে তিনি ওই সাংবাদিককে বলেন, ‘ঘেডি নোয়াইয়া কেউন্নামু… তোরে এইহানে বাইন্দা পিটাইলে কোনো সাংবাদিক আইবে না আমার ধারে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।এ বিষয়ে আফরোজা সীমা সাংবাদিকদের বলেন, তনুর সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, যা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি ভুল বোঝাবুঝি মাত্র।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।