বাংলাদেশ চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টম হাউস : ২৯ এসি-ডিসি বদলি

image 134110 1547679162 689e25324082e
print news

ইত্তেহাদ নিউজ,চট্টগ্রাম:  চট্টগ্রাম কাস্টম হাউসে একযোগে ২৯ জন এসি (সহকারী কমিশনার) ও ডিসিকে (উপ-কমিশনার) বদলি করা হয়েছে। গত মঙ্গলবার এ বদলি আদেশ জারি হলেও গতকাল বৃহস্পতিবারের মধ্যে (১৪ আগস্ট) কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে উপ- কমিশনারদের। একইভাবে আগামী ২১ আগস্টের মধ্যে সহকারি কমিশনারদের কর্মস্থল ত্যাগ করতে বলা হয়। নয়তো স্বয়ংক্রিয়ভাবেই তাদের নিজ নিজ কর্মস্থলে অবুমক্ত ধরা হবে বলে আদেশে বলা হয়।

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে কর্মবিরতি ও কমপস্নিট শাটডাউনের নামে কাস্টম হাউসকে অচল করে দেয়া, সরকারকে জিম্মি করা এবং আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ড়্গতির মুখে ঠেলে দেয়ার পরিপ্রেক্ষিতে একযোগে সব কর্মকর্তাকে বদলির মতো এমন কঠিন সদ্ধিানত্ম নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিপূর্বে একটি হাউস থেকে প্রায় সব কর্মকর্তাকে একযোগে এমন বদলির নজিরবিহীন বলছেন সংশস্নষ্টিরা।

এদিকে এর আগে একই কারণে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে চাকরি থেকেই বরখাস্ত করা হয়। অভিযোগ উঠে, চট্টগ্রাম কাস্টম হাউস অচল করে দেয়া এবং চট্টগ্রামের কর্মকর্তাদের ঢাকায় পাঠিয়ে আন্দোলনের নামে এনবিআরকে জিম্মি করার নেপথ্যে ভূমিকা রেখেছিলেন তিনি। এনবিআর বিলুপ্তিসহ বিভিন্ন দাবির আড়ালে মূলত সরকার পতনের গোপন এজেন্ডা বাসত্মবায়নই ছিল তাদের উদ্দেশ্য।

চট্টগ্রাম বন্দরের পরিবহণ বিভাগ এক প্রতিবেদনে বলেছে, গত মে ও জুন মাসে দু&ই দিনের কমপ্লিট শাটডাউন এবং বিভিন্ন মেয়াদে ৫৯ ঘন্টা কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। হাউস অচল থাকায় এ সময়ে আমদানি ও রপ্তানিকারকরা সরাসরি সাড়ে ৫ কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। যদিও আমদানি-রপ্তানিকারকদের দাবি ক্ষতির পরিমাণ আরও কয়েকগুণ বেশি।

তবে বদলি চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সাইদুল ইসলাম  বলেন, কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি আদেশ প্রতিপালন করাই আমাদের কাজ।

চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার তফসির উদ্দিন ভুঁইয়া বলেন, বাজেটের পর পর এমনিতেই কর্মকর্তাদের বদলি করা হয়। এই বদলিও একটি রুটিন ওয়ার্ক। তবে কিছু কিছু কর্মকর্তা আছেন যাদের আনডিউ বদলি হয়েছে। অর্থাৎ হাউসে যোগ দিয়েছেন ২ বছর পূর্ণ হয়নি এমন কর্মকর্তারাও বদলির তালিকা রয়েছেন।

তিনি বলেন, বদলি হওয়া অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার এবং উপ-কমিশনারদের সবাই বৃহস্পতিবার কর্ম থেকে অবমুক্ত হয়েছেন। রোববারের মধ্যে নতুন কর্মকর্তারা হাউসে যোগ দেবেন। আশা করছি কাজের কোন সমস্যা হবে না। যেহেতু সহকারি কমিশনাররা ২১ আগস্ট পর্যনত্ম আছেন তাই উপ-কমিশনাররা বদলি হয়ে গেলেও তাদের পেন্ডিং কাজ সহকারি কমিশনারদের নিয়ে করিয়ে নেয়া যাবে।’

গত মঙ্গলবার এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরে দু’টি পৃথক বদলি আদেশ জারি করা হয়। এর আগে পৃথক আদেশে চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার-২ রম্নহুল আমিন এবং যুগ্ম কমিশনার চপল চাকমাকেও বদলি করা হয়েছে।

বদলি হওয়াদের মধ্যে ৯ জন উপ-কমিশনার ও ২০ জন সহকারী কমিশনার রয়েছেন। এর মধ্যে উপ-মিশনার পদে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে ইমাম গাজ্জালী, মো. সাইদুল ইসলাম, মো. কাউছার আলম, মমিনুল ইসলাম, কাজী রায়হানুজ্জামান, ঢাকা মূল্য সংযোজন কর নিরীক্ষায় মো. জাকারিয়া, জাতীয় রাজস্ব বোর্ডে অনুরূপা দেব, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. বিল­াল হোসেন, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে উম্মে নাহিদা আকতারকে বদলি করা হয়।

সহকারী কমিশনার পদে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. সাকিব হোসেন, মো. রাজিব হোসেন, মো. মেহেদী হাসান, মো. আইয়ুব, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে ইসলামুল হক, প্রদীপ দাস, সেৌরভ দত্ত বিজয়, বেনাপোল কাস্টম হাউসে মুক্তা চেৌধুরী, ঢাকা মূল্য সংযোজন কর এ মো. ওয়াহিদুল হক সিউল, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে আফরিন জাহান নাওমীন, সাইদুর রহমান মুন্না, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে সুলতানুল আরেফীন, শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরে মো. রাশেদুল হক, কুমিল­া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. আতিকুর রহমান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. মোস্তফা কামাল, ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটে আলিফ রহমান, ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মো. রিজওয়ান আলমগীর, যশোর কাস্টমস, এক্সাজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. আকরাম হোসেন, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে মো. নাজমুল আহসান এবং ঢাকা মূল্য সংযোজন কর নিরীক্ষায় মো. জসীম উদ্দিন হাওলাদারকে বদলি করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, একযোগে একটি হাউসের প্রায় সব কর্মকর্তার বদলির কারণে কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে। নতুন কর্মকর্তারা হাউসে এসে কাজ ধরতেই সময় লেগে যাবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.