বাংলাদেশ ঢাকা

বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিও,তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

WhatsApp Image 2025 06 19 at 16.13.26 e9d1afe9 10
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন এ আর্থিক গোয়েন্দা সংস্থার প্রধানের বিরুদ্ধে এই ভিডিও কেলেঙ্কারির খবর সামনে এসেছে এমন সময়, যখন তিনি এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ব্যাংক হিসাব থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়ে সমালোচনার মুখে রয়েছেন।

সূত্র জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) গভর্নরের কাছে ভিডিও সংশ্লিষ্ট প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।২০২৪ সালের নভেম্বরে এনায়েত উল্লাহ ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৫০টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল বিএফআইইউ, যার পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি টাকা। তবে চলতি বছরের এপ্রিল মাসে ব্যাংক আল-ফালাহর চারটি হিসাব পুনরায় ফ্রিজ না করে, সেখান থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়।

এ নিয়ে জোর সমালোচনা শুরু হয়, বিশেষ করে যখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে আসে, এনায়েত উল্লাহ প্রতিদিন প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা তুলতেন বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে।বর্তমানে জানা গেছে, সংশ্লিষ্ট হিসাবে প্রায় ১০১ কোটি টাকা এখনো জমা রয়েছে। বাকি অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার পেছনে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিতে গিয়ে এএফএম শাহীনুল ইসলাম বলেন,“এনা পরিবহনের আবেদনের ভিত্তিতে ব্যবসা পরিচালনার স্বার্থে কিছু অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। অনুরূপভাবে অন্য প্রতিষ্ঠানকেও এ ধরনের সুযোগ দেওয়া হয়েছে।তিনি আরও জানান,“দুদক চাইলে আমি বিষয়টি ব্যাখ্যা দেব।আপত্তিকর ভিডিও নিয়ে তার দাবি,“আমাকে হেয় করার উদ্দেশ্যে এগুলো ছড়ানো হয়েছে। ভিডিওগুলো ভুয়া।

গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) থেকে কিছু ভিডিও বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ছড়াতে থাকে। ১৮ আগস্ট (সোমবার) তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাংকসহ নীতিনির্ধারণী মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরই ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন। দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর চলতি বছরের জানুয়ারিতে এএফএম শাহীনুল ইসলামকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে গভর্নরের নেতৃত্বাধীন সার্চ কমিটির সুপারিশ তালিকায় তার নাম না থাকায়, এই নিয়োগ শুরু থেকেই বিতর্কিত ছিল।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.