নেপালের কারাগার থেকে পালিয়ে গেছে শত শত বন্দি


ইত্তেহাদ নিউজ,অনলাইন : নেপালে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ সহিংস বিক্ষোভের মধ্যেই নেপালের পশ্চিমাঞ্চলীয় দুটি জেলায় দুটি কারাগার ভাঙার ঘটনা নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা। দেশটির কাস্কি জেলার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কারাগারে প্রবেশ করলে ৭৭৩ জন বন্দি সেখান থেকে পালিয়ে গেছে।
এছাড়া তুলসীপুর কারাগার থেকে ১২৭ জন বন্দি পালানোর খবর জানিয়েছে, নেপালের ডাং প্রদেশের তুলসীপুরের এরিয়া পুলিশ অফিস।স্থানীয় বিভিন্ন গণমাধ্যম অন্যান্য জেল ভাঙার ঘটনা নিয়ে রিপোর্ট করলেও সেগুলো এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।