শিবিরকে পাকিস্তান জামায়াত আমিরের শুভেচ্ছা


ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামির আমির হাফিজ নাঈম উর রেহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিজয় অর্জন করেছে।”তিনি দাবি করেন, শিবির সমর্থিত পুরো প্যানেল বিপুল ব্যবধানে জয় পেয়েছে, যা দেশের ইতিহাসে এই প্রথম।
নাঈম উর রেহমান পোস্টে লেখেন, “এই বিজয় শুধু ছাত্র ও যুবসমাজের অধিকার রক্ষার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্ত করতেও সহায়ক ভূমিকা রাখবে।তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থী শক্তির সমর্থন পেয়েছিল, অথচ ছাত্ররা সেই প্রভাব উপেক্ষা করে ভোট দিয়েছে।
এছাড়া তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে লেখেন, “সব প্রতিকূলতা সত্ত্বেও তারা একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে পেরেছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।