বাংলাদেশ ঢাকা

গাজীপুরে মামলা বাণিজ্য: এনসিপি নেতা বহিষ্কার, বিচার দাবিতে বিক্ষোভ

image 1758475573 4QfNRr3A1YF9ng1X1KrEECQKpLtPlQ0NXC5nqQ1P
print news

ইত্তেহাদ নিউজ,গাজীপুর :  গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি গাজীপুর মহানগরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক যুগ্ম সদস্য সচিব মো. শাহাদাত হোসেন সাকিবকে (২৫) দল থেকে বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় গাছা থানা নেতাকর্মীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর গাছা থানা এলাকার বোর্ডবাজার ঢাকা ব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুর, মামলা বাণিজ্য, কাশেম হত্যাকাণ্ড, আহতদের নামে মোটা অংকের টাকা বিভিন্ন মহল থেকে উত্তোলন করে আত্মসাৎসহ কারখানার ঝুট বাণিজ্য অবৈধ পন্থায় নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, বিভিন্ন অভিযোগের দায়ে সম্প্রতি গাজীপুর জেলা নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে শাহাদাৎ বহিষ্কৃত হন। এরপর শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরীর গুরুত্বপূর্ণ পদ ভাগিয়ে নেন। নেতাদের দাবি শাহাদাৎ ছাত্র না হয়েও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হওয়ায় এতে তারা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে শাহাদাতের পদ স্থগিতসহ কঠোর বিচারের আওতায় আনতে দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন সাকিব সব অভিযোগ অস্বীকার করে পদবঞ্চিতরা মিথ্যাচার করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বলে দাবি করেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.