ফ্যাসিস্ট আ.লীগের সঙ্গে আঁতাত করেছে জামায়াত : হাসান সরকার


ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জামায়াতে ইসলামী এক সময় বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং মন্ত্রিত্বও পেয়েছিল। এখন সেই জামায়াত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে। সুতরাং সবাইকে চোখ-কান খোলা রেখে সাবধানে থাকতে হবে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গী বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে তার সহধর্মিণীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, শেখ হাসিনা ভারতে বসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় বসতে না পারেন সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। হাসিনা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেবে না।
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার। আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হাজী বাবর আলী, সরকার শাহানুর ইসলাম রনি, তাজুল ইসলাম বেপারী, অধ্যক্ষ হারুন অর রশিদ, সরকার সাইফুল ইসলাম বিপ্লব, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মফিজ উদ্দিন, নাজির আহমেদ, যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন, মোহাম্মদ সেলিম কাজল, মো. আব্দুস সাত্তার, আলী আহমেদ টুকু প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।