রাজনীতি

নেত্রকোনায় আ.লীগ নিয়ে জামায়াতের দলীয় কার্যক্রম

34aecd08dc886f82bbeddfb191369764
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছিল জামায়াতে ইসলামী। কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের পুনর্বাসন করার এই জামায়াতি প্রচেষ্টার আপত্তি জানায় বিএনপি। এতে ক্ষুব্ধ হয়ে মারামারিতে লিপ্ত হন জামায়াত নেতাকর্মীরা। আহত হন দুই দলের ছয়জন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পাটুয়াপাড়া মসজিদ সংলগ্ন উদ্দীপন কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবুল, যুগ্ম আহ্বায়ক রামিম মিয়া, ছাত্রদলের প্রচার সম্পাদক মো. রয়েল মিয়া, কৃষকদল নেতা নবীজুল, উপজেলার সান্দিকোনা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম (৫৫), সান্দিকোনা ইউনিয়নের চরখিদিরপুর গ্রামের জামায়াত কর্মী নয়ন মিয়া (২৫)।

এর মধ্যে আহত বিএনপি নেতারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, “সান্দিকোনা ইউনিয়ন যুবলীগ নেতা রাজ্জাক মিয়া, মতি মিয়া, রফিক, মুসলেম উদ্দিন, মিজানুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালামসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে ও তাদের পুনর্বাসনের উদ্দেশ্যে জামায়াতের নির্বাচনী প্রোগ্রাম চলাকালে এর প্রতিবাদ করায় এহেন পরিস্থিতির সৃষ্টি হয়।”

তিনি আরো বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে জামায়াতের প্রোগ্রামে আপত্তি জানানোয় যুবদল নেতা হাবিবকে মারধরের অভিযোগে রাত ৯টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ সংঘটনের নেতাকর্মীদেরকে নিয়ে মিটিং করছে জামায়াতের নেতারা। আমরা কেন্দুয়া পুলিশ প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচারের দাবি জানাই।”

অন্যদিকে রাত সাড়ে ৯টায় উপজেলা সদরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ছাদেকুর রহমান দাবি করেন, “নির্বাচনী কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলামসহ নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম চলাকালে যুবদল নেতা হাবিবুর রহমান হাবুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাই।”

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান (ওসি) বলেন, “বিএনপি-জামায়াতের মারামারি ঘটনা শুনেছি। পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।”

তিনি বলেন, “আমরা এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.