বাংলাদেশ বরিশাল

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহাগের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

fair news service 68e0f51508956 1759573269
print news

বরিশাল অফিস বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।এরপরই সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণের মাঝে দেখা দেয় আলোচনা সমালোচনার ঝড়। তবে এ ঘটনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন সোহাগ।

ভিডিওতে দেখা যায়, একটি রুমের ভেতরে চেয়ার বসা অবস্থায় তিনি (সোহাগ) ইয়াবা সেবন করছেন এবং বিপরীতে থাকা আরেকজনও একইভাবে ইয়াবা সেবনে অংশ নিচ্ছেন।কামরুল হাসান সোহাগ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মান্নান আকনের ছেলে।

শুধু ইয়াবা সেবনই নয়, কামরুল হাসান সোহাগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, রহমতপুর বাস কাউন্টার দখল, মাংস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বরিশাল-ঢাকা মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশ থেকে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর প্রায় এক লাখ ইট লুটপাট করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এক ঠিকাদারের বিটুমিন ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, দল কোনোভাবেই অপরাধী ও মাদকসেবীদের প্রশ্রয় দেবে না। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, এ ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম সুমন মিয়া বলেন, কোনো অপরাধীর ঠাঁই স্বেচ্ছাসেবক দলে নেই; তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। ভিডিও ফুটেজ যাচাই করা হচ্ছে। যদি সত্য প্রমাণিত হয়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে এলাকায় অপরাধীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ দাবি করেন, এটি একটি ষড়যন্ত্রমূলক ভিডিও। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এটি ছড়ানো হয়েছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.