‘জুলাই যোদ্ধা’ নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন


ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, ‘জুলাই যোদ্ধা’ নামধারী আওয়ামী লীগ সমর্থিত একটি গোষ্ঠী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তিনি বলেন, “আসল জুলাই যোদ্ধারা কখনোই এ ধরনের বিশৃঙ্খল আচরণ করতে পারেন না।”
শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্যের ভিত্তিতে চূড়ান্ত হওয়া এই সনদে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করেন।
তবে মতপার্থক্যের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ পাঁচটি দল সনদে স্বাক্ষর থেকে বিরত থাকে।
এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এনসিপিসহ কয়েকটি দলের সনদে স্বাক্ষর না করায় নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না। এখনো স্বাক্ষরের সুযোগ খোলা রয়েছে। আমরা আশা করি, তারা ভবিষ্যতে এই উদ্যোগে শামিল হবে।”
তিনি সবাইকে ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মাধ্যমে আগামী নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে সংযম ও সহনশীলতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।